মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির নিউক্লিয়াস কায়রণ পোলার্ড। তা আবার-ও প্রমাণ করে দিল আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি। রবিবার বড় ঘোষণায় জানিয়ে দেওয়া হল, সাউথ আফ্রিকান টি২০ লিগের মুম্বই অধিকৃত ফ্র্যাঞ্চাইজি কেপটাউন-এর অধিনায়ক হচ্ছেন কায়রণ পোলার্ড। রশিদ খান দক্ষিণ আফ্রিকান লিগে (SA20) মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন না। সেই কারণেই রশিদের জায়গায় নতুন ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হল কায়রণ পোলার্ডকে। আর ক্যারিবিয়ান তারকা দক্ষিণ আফ্রিকান লিগে নতুন দায়িত্ব পাওয়ায় আমিরশাহি টি২০ লিগে মুম্বইয়ের নেতৃত্ব সামলাবেন নিকোলাস পুরান।
আমিরশাহিতে ইন্টারন্যাশনাল টি২০ লিগ এবং দক্ষিণ আফ্রিকান টি২০ লিগ একই সঙ্গে হওয়ায় সমস্যা আরও বেড়েছে। দুই লিগেই রয়েছে একাধিক তারকা। পুরান যেমন দক্ষিণ আফ্রিকান টি২০ লিগে ডারবান ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন প্ৰথম তিন ম্যাচ। তারপরে চলে আসবেন আমিরশহির লিগে (ILT20)অংশ নিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানাধীন নিউইয়র্ক দলটিকে সফলভাবে নেতৃত্ব দিয়ে ট্রফি জিতিয়েছিলেন পুরান। তারপরেই ইন্টারন্যাশনাল টি২০ লিগে এমআই এমিরেটস (MI Emirates) পোলার্ডের জায়গায় তাঁকে অধিনায়ক করা হল।
মুম্বই কেপ টাউন SA20 লিগে অভিযান শুরু করছে ডারবান সুপার জাযান্টসের বিপক্ষে। অন্যদিকে, জানুয়ারির ২০'তে ILT20 লিগে MI Emirates খেলবে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে।
আরও পড়ুন- Sourav Ganguly on Rohit-Kohli: রোহিত-কোহলিকে যেন বিশ্বকাপে বাদ না পড়তে হয়, বোর্ডকে সওয়াল এবার সৌরভের
MI Cape Town squad: কায়রণ পোলার্ড (c), কাগিসো রাবাদা, দেওয়াল্ড ব্রেভিস, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, টম ব্যান্টন, রাসি ভ্যান দার ডুসেন, দেলানো পটগিতার, রায়ান রিকলটন, জর্জে লিন্ডে, বিউরন হেন্ড্রিক্স, দুয়ান জ্যানসেন, অলি স্টোন, গ্র্যান্ট রোয়েলফসন, জোফ্রা আর্চার, ক্রিস বেঞ্জামিন, নিলান ভ্যান হিরদেন, থমাস কাবের, কনর এস্টারহিউয়েন