/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/mumbai-indians.webp)
mumbai-indians-IPL: আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই (ফাইল ছবি)
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় মুলুকে চলতি বছরের জুনে টি২০ বিশ্বকাপের আসর বসছে। আর বিশ্বকাপ ট্রফি ধরে রাখার জন্য ইংল্যান্ড ক্রিকেট। বোর্ডের তরফে সাহায্য নেওয়া হবে স্বয়ং কায়রণ পোলার্ডের। পরামর্শদাতা হিসাবে ইংল্যান্ড দলে যোগ দিতে পারেন ক্যারিবিয়ান তারকা। ২০২২-এ এই দায়িত্বে ছিলেন মাইক হাসি। এবার তাঁর জায়গায় পোলার্ডের নিয়োগ প্রায় পাকা।
দ্যা টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, "ওয়েস্ট ইন্ডিজের পরিস্থিতি সম্পর্কে বেশ ওয়াকিবহাল পোলার্ড। জুনের ৪ তারিখ থেকে শুরু হতে চলা বিশ্বকাপে ত্রিনিদাদিয়ান পোলার্ড পিচ সম্পর্কে ইংল্যান্ডকে সাহায্য করতে পারবেন।
ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শেষ দুই টি২০ ম্যাচে নাকি পোলার্ডকে ইংল্যান্ডের টিম হোটেলে দেখা গিয়েছে। ওয়ার্ল্ড কাপের পরেই নতুন চেহারার দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেছিল ইংল্যান্ড। তবে টি২০ সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংরেজরা ২-৩ ব্যবধানে সিরিজ হেরে গিয়েছে।
Kieron Pollard lined up as consultant coach for England for the T20 World Cup
England badly lacked a local expert in the ODI World Cup. Pollard, who has played more T20 cricket than anyone in history, looks an ideal fit for a tournament in West Indieshttps://t.co/rrLJS6Xc52— Tim Wigmore (@timwig) December 22, 2023
টি২০ ফরম্যাটের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটার হিসাবে পোলার্ডের পরিচিতি রয়েছে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে খেলার সময় পোলার্ড নিজের উচ্চতা অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। মুম্বইয়ের হয়ে ১৮৯ আইপিএল ম্যাচে পোলার্ড ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ২৩১৬ রান করেছেন। এছাড়াও ৬৯ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। আইপিএলে ২২৩ ছক্কা হাঁকিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ছয় ছক্কা হাঁকানো ব্যাটারদের অন্যতম তিনি।
আইপিএল থেকে অবসর নিলেও মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ক্রিকেটার হিসেবে এখনও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন পোলার্ড।
ইংল্যান্ডের সীমিত ওভারের ক্যাপ্টেন জস বাটলার ২০১৬/১৭ সিজনে আইপিএলে খেলেছেন পোলার্ডের সতীর্থ হিসেবে, মুম্বই ইন্ডিয়ান্স-এই। টি২০ ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য যিনি বরাবর ক্যারিবীয় ক্রিকেটারদের খুল্লামখুল্লা প্রশংসা করেছেন। বাটলার বলেছেন, "অনেককে বলতে শুনেছি, এখনও ৮ ওভার বাকি, আমরা যদি এই সময়ে পাঁচ ছক্কা হাঁকাই, তাহলে জিতে যাব। এটা স্রেফ নতুনভাবে ভাবার উপায়।"