Advertisment

রোহিত শর্মাকে ছেঁটে ফেলার জের, বিরাট ক্ষতির মুখে মুম্বই ইন্ডিয়ান্স, হাহাকার IPL-এ

লাভ হয়েছে চেন্নাই সুপার কিংস বা সিএসকের।

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit-sharma-mi

আইপিএল জয়ী নেতা রোহিত শর্মা (টুইটার)

পাঁচবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে আকস্মিকভাবে অপসারণের পরে তাদের সোশ্যাল মিডিয়াতে উল্লেখযোগ্য পতনের সাক্ষী হয়েছে। হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার সিদ্ধান্তটি অনুরাগীদের অসন্তুষ্ট করেছে। যার ফলে ১.৫ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার হারিয়েছে এই দল। অপ্রত্যাশিতভাবে রোহিতকে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা সমর্থকদের মধ্যে হতাশার ঢেউ ছড়িয়ে দিয়েছে। যার জেরে সমর্থকদের অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন। রোহিত শর্মার এক সমর্থক আবার রাগের চোটে দলের টুপিই পুড়িয়ে দিয়েছেন।

Advertisment

রোহিত শর্মার উত্তরাধিকার
রোহিত শর্মা, যিনি মুম্বই ইন্ডিয়ান্সকে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাঁর অধিনায়কত্বের সময় পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির কাছে এক আইকনিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে ১৫৮টি ম্যাচে ৫৬.৩৩% জয় পেয়েছে দল। যা, মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের অবদানকে অতুলনীয় করে তুলেছে। তাঁকে সরানোর সিদ্ধান্ত তাই শুধুমাত্র দলের গতিকেই প্রভাবিত করেনি। বরং, পরিবর্তনের সময় এবং পদ্ধতির যৌক্তিকতাকেও সমর্থকদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

রোহিত শর্মা হ্যাশট্যাগ
মুম্বই ইন্ডিয়ান্সের এই ঘোষণার পরই প্রতিক্রিয়াটি ঘটেছে দ্রুত। যা গুরুতর প্রভাব ফেলেছে। এক ঘণ্টার মধ্যে, দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ছেড়েছেন চার লক্ষ ফলোয়ার। যা রোহিত শর্মার মেয়াদে অর্জিত হয়েছিল। আর, এই ফলোয়াররা আবেগপূর্ণভাবে দলকে সমর্থন করে গিয়েছেন। ভক্তরা তাঁদের হতাশা প্রকাশ করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন। অপসারিত অধিনায়কের পাশে থাকতে #RohitSharma-এর মত হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

সমর্থকদের প্রতিক্রিয়া
টুইট এবং পোস্টে সোশ্যাল মিডিয়া ভরে গেছে। এই সব টুইট এবং পোস্ট বুঝিয়ে দিয়েছে, রীতিমতো আবেগপূর্ণ ভাবে সমর্থকরা রোহিত শর্মার পাশে আছেন। এক ভক্ত উল্লেখ করেছেন, 'রোহিত শর্মা তাঁর ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য সবকিছু করেছেন। বদলে, তারা মন ভেঙে দিল।' মুম্বই ইন্ডিয়ান্সের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকেও আনফলো করে সমর্থকরা বোঝাতে চেয়েছেন, তাঁরা আছেন প্রিয় ক্যাপ্টেনের সঙ্গেই।

মাহেলা জয়াবর্ধনের কৃতজ্ঞতা
মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স, মাহেলা জয়াবর্ধনে গত এক দশকে তাঁর ব্যতিক্রমী নেতৃত্বের জন্য রোহিত শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জয়াবর্ধনে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল ইতিহাসের অন্যতম সফল এবং প্রিয় দল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে রোহিতের ভূমিকা স্বীকার করেছেন। একইসঙ্গে অবশ্য তিনি হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক হিসেবে স্বাগত জানিয়েছেন। আর, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার প্রতিশ্রুতির কথা দলকে মনে করিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- গৃহযুদ্ধ নয়, মুম্বইয়ের নেতৃত্ব বদলে লাভ হল রোহিত-হার্দিক দুজনেরই! সামনে এল আসল সমীকরণ

আইপিএল টিম ব়্যাঙ্কিয়ে প্রভাব
অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়া শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। মুম্বই ইন্ডিয়ান্সের চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (সিএসকে) এই অপ্রত্যাশিত পদক্ষেপ থেকে উপকৃত হয়েছে। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসরণ করা আইপিএল দল হয়ে উঠেছে। সিএসকের ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে ১৩ মিলিয়ন হয়েছে। যা, মুম্বই ইন্ডিয়ান্সকেও ছাড়িয়ে গেছে। ফলে, লিগের ওপরও ঘুরিয়ে রোহিতকে অপসারণের সিদ্ধান্তের প্রভাব পড়ল।

Mumbai Indians Chennai Super Kings Hardik Pandya Rohit Sharma IPL
Advertisment