Advertisment

IPL 2020: বলিউড থেকে বাইশগজে, ‘কাই পো চে’-র আলি এবার রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সে

দিগ্বিজয়ের একটা ছোট্ট বলিউড ইতিহাস রয়েছে। ২০১৩ সালে চেতন ভাগতের উপন্য়াস ‘দ্য় থ্রি মিসটেকস অফ মাই লাইফ’-এর উপর ভিত্তি করে পরিচালক অভিষেক কাপুর তৈরি করেছিলেন ‘কাই পো চে: ব্রাদার্স...ফর লাইফ’।

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai Indians pick Kai Po Che actor Digvijay Deshmukh

বলিউড থেকে বাইশগজে, ‘কাই পো চে’-র আলি এবার রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সে

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে দিগ্বিজয় দেশমুখকে। কলকাতায় অনুষ্ঠিত আইপিএল নিলামে ২০ লক্ষ টাকায় মহারাষ্ট্রের পেসারকে তুলেছে নীতা আম্বানির ফ্র্য়াঞ্চাইজি।

Advertisment

দিগ্বিজয় খেলবেন গতবারের ও টুর্নামেন্টের সর্বোচ্চ (৪) চ্য়াম্পিয়ন দলের হয়ে। ২১ বছরের ফাস্ট বোলার চলতি বছর মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন।

আরও পড়ুন-পোলার্ডের সঙ্গে ছবি শেয়ার করলেন চাহাল, চূড়ান্ত ট্রোল করলেন বিরাট কোহলি

দিগ্বিজয়ের একটা ছোট্ট বলিউড ইতিহাস রয়েছে। ২০১৩ সালে চেতন ভাগতের উপন্য়াস ‘দ্য় থ্রি মিসটেকস অফ মাই লাইফ’-এর উপর ভিত্তি করে পরিচালক অভিষেক কাপুর তৈরি করেছিলেন ‘কাই পো চে: ব্রাদার্স...ফর লাইফ’।

সুশান্ত সিং রাজপুত, রাজকুমার রাও ও অমিত সাধ অভিনীত ছবিটি দর্শকের মন জয় করে নিয়েছিল তখন। আর এই ছবিতেই অভিনয় করেছিলেন দিগ্বিজয় দেশমুখ। তখন তাঁর বয়স ছিল ১৪। চরিত্রের নাম ছিল আলি হাশমি। সেখানে তাঁকে উঠতি ক্রিকেটারের ভূমিকাতেই দেখা গিয়েছিল। আলিকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়।

ছবিতে আলিকে দুরন্ত ব্য়াটসম্য়ান হিসাবেই তুলে ধরা হয়েছিল। আর আজ ঠিক সাত বছর পর আলি বলিউড থেকে বাইশগজে। মুম্বই ইন্ডিয়ান্স ২০২০ আইপিএলের যে পুরো দলের ছবি টুইট করেছে সেখানে রয়েছেন দিগ্বিজয়।

আরও পড়ুন-IPL 2020: সাড়ে সাত কোটিতে দিল্লিতে হেটমায়ার, আনন্দে হোটেলের বিছানায় উঠে নাচলেন

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে পরবর্তীতে আন্তর্জতিক ক্রিকেটে রাজত্ব করেছেন জসপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ডিয়ার মতো তারকারা। এখন দেখার দিগ্বিজয় সেই তালিকায় আসতে পারেন কি না! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিগ্বিজয় ৯ উইকেট পেয়েছেন। মাত্র দু'বার ব্য়াট করার সুযোগ পেয়েছেন তিনি। একবার ১৯ ও অপরবার ১২ করেন। ডিসেম্বরে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি অভিষেক করে দিগ্বিজয় ৬১ রান খরচ করে তুলে নেন হাফ ডজন উইকেট।

Mumbai Indians IPL
Advertisment