মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আগামী বৃহস্পতিবার থেকেই অনুশীলন চালু করেছে তারা। মুম্বইয়ের শহরতলি ঘাসউলিতে রিলায়েন্স স্টেডিয়ামে ক্রিকেটাররা অনুশীলন করবেন। ফ্রাঞ্চাজির পক্ষ থেকে বলা হয়েছে, চাইলে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, সূর্যকুমার যাদব, আদিত্য তারে, ধাওয়াল কুলকার্নির মত স্কোয়াডের ক্রিকেটাররা অনুশীলনে যোগদান করতে পারেন।
ইতিমধ্যেই সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছেন, তিনি বৃহস্পতিবার অনুশীলনে থাকবেন। ক্রিকেটারদের অনুশীলনে আসার সিদ্ধান্ত সংশ্লিষ্ট ক্রিকেটারের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে।
সূর্যকুমার যাদব ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, "আমাদের অনুশীলনে নামার সুযোগ করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে নামতে মুখিয়ে রয়েছি। হাতে ব্যাট ধরার মত ভালো অনুভূতি আর কোথাও নেই। শেষ দুমাসে ঘরের বাইরেই কার্যত বেরোইনি। ক্রিকেটকে ব্যাপকভাবে মিস করেছি।"
সূর্যকুমার যাদব আরো জানালেন, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সমস্ত সতর্কতা নেওয়ার কথা জানানো হয়েছে। বোলিং মেশিনের মাধ্যমে ইনডোর ট্রেনিং হলেও যাতে কোনোভাবে বলে লালা না লাগে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। যাদব জানান, "সামাজিক দূরত্ববিধির মত সমস্ত সতর্কতা অবলম্বন করে চলার নির্দেশিকা জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে। বোলিং মেশিনের মাধ্যমে অনুশীলন করা হবে। সেখানেই ব্যাট করতে হবে সবাইকে।"
আইপিএল নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিসিসিআই। বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই কয়েক কোটির মানুষ আক্রান্ত এই ভাইরাসের কবলে। প্রায় মৃত্যুর সংখ্যা কয়েক লাখ। গোটা বিশ্বে সংক্রমণ ছড়ানোর আগে ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। প্রথম দফায় লকডাউন ঘোষণা করার পরে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয় টুর্নামেন্ট। এরপর আরও একদফা লকডাউন ঘোষণা করতেই বিসিসিআই অনির্দিষ্ট কালের জন্য আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছে।
গোটা দেশেই এখন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এমন অবস্থায় চলতি মরশুমে আইপিএল বাতিল করার পক্ষে অনেকে। যদিও বোর্ডের তরফে জানানো হয়েছে, টি২০ বিশ্বকাপ বাতিল হলে সেই স্লটে আয়োজন করা হতে পারে আইপিএল।
আইপিএল নিয়ে বোর্ড কর্তারা এখন কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে সবাই।