হার্দিক পাণ্ডিয়ার সাম্মানিক সদস্যপদ খারিজ

“২০১৮ সালের অক্টোবর মাসে হার্দিক পাণ্ডিয়াকে সাম্মানিক সদস্যপদ দিয়েছিল ক্লাব। কিন্তু সোমবার সন্ধেয় ম্যানেজিং কমিটি ওই সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।“

“২০১৮ সালের অক্টোবর মাসে হার্দিক পাণ্ডিয়াকে সাম্মানিক সদস্যপদ দিয়েছিল ক্লাব। কিন্তু সোমবার সন্ধেয় ম্যানেজিং কমিটি ওই সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।“

author-image
IE Bangla Web Desk
New Update
Hardik Pandya

বেফাঁস মন্তব্যের জেরে সদস্যপদ খোয়ালেন পাণ্ডিয়া (ফাইল)

মুম্বইয়ের খার জিমখানা ক্লাব হার্দিক পাণ্ডিয়ার সাম্মানিক সদস্যপদ প্রত্যাহার করে নিল। কে এল রাহুল এবং হার্দিক দুজনকেই বিসিসিআই সাসপেন্ড করেছে আগেেই। একটি টেলিভিশন শো-য়ে নারীবিদ্বেষী মন্তব্য করার ব্যাপারে অভিযুক্ত হয়েছেন এই দুজন। খার জিমখানার সাম্মানিক সাধারণ সম্পাদক গোরব কাপাডিয়া সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “২০১৮ সালের অক্টোবর মাসে হার্দিক পাণ্ডিয়াকে সাম্মানিক সদস্যপদ দিয়েছিল ক্লাব। কিন্তু সোমবার সন্ধেয় ম্যানেজিং কমিটি ওই সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।“

Advertisment

কাপাডিয়া জানান, ক্লাব এ ধরনের সাম্মানিক সদস্যপদ বিভিন্ন ক্রীড়াবিদদের দিয়ে থাকে।

বিসিসিআইয়ের এক আধিকারিক সোমবার জানিয়েছেন সাসপেন্ড হওয়া দুই ক্রিকেটার ক্ষমাপ্রার্থনা করেছেন।

Advertisment

কফি উইথ করণ নামের টিভি শোতে গিয়ে পাণ্ডিয়া এবং রাহুল একাদিক্রমে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক এবং সে নিয়ে নিজেদের বাবা-মায়ের সামনে খোলামেলা থাকার ব্যাপারে ফলাও করে বলেছিলেন।

cricket BCCI Hardik Pandya