Advertisment

Sarfaraz Khan: কানপুর টেস্টের আগেই টিম ইন্ডিয়া ছাড়ছেন সুপারস্টার! জোর ঝটকায় ঘরোয়া ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত

Sarfaraz Khan in Irani Trophy: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরেই জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক ঘটিয়েছিলেন সরফরাজ। তবে বাংলাদেশ সিরিজে টিম ম্যানেজমেন্ট আস্থা প্রদর্শন করছে কেএল রাহুলের ওপর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India

বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

Irani Trophy 2024: ১ অক্টোবর থেকে লখনৌয়ে শুরু হচ্ছে ইরানি ট্রফি। সেই টুর্নামেন্টেই এবার অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে শার্দূল ঠাকুর, অজিঙ্কা রাহানেকে।

Advertisment

বর্তমানে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন সরফরাজ খান। চেন্নাইয়ে প্ৰথম টেস্টে সুযোগ পাননি। দ্বিতীয় টেস্টেও সম্ভবত প্ৰথম একাদশে জায়গা পাবেন না। এমন অবস্থায় বোর্ডের কাছে মুম্বই ক্রিকেট সংস্থা অনুরোধ করতে চলেছে যাতে তাঁকে ইরানি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়।

দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২৭ তারিখে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে বলা হচ্ছে, সরফরাজ যদি প্ৰথম এগারোয় জায়গা না পান, তাহলে তাঁকে ছেড়ে দেওয়ার পথেই হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবারই এমসিএ-র তরফে ইরানি ট্রফির জন্য স্কোয়াড নির্বাচন করা হবে।

এদিকে, শার্দূল ঠাকুর পায়ে পায়ের চেটোয় অস্ত্রোপচারের পর এই প্রথমবার ঘরোয়া ক্রিকেটে খেলতে নামবেন। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় পুরোনো চোট ফের চাগার দিয়ে উঠেছিল। তারপর লন্ডনে অস্ত্রোপচার সারেন তিনি। চোট নিয়েই শার্দূল পেশাদারি ক্রিকেট চালিয়ে গিয়েছিলেন।

মুম্বইয়ের রঞ্জি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। প্ৰথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার শতরান করেছেন। সবমিলিয়ে মুম্বইয়ের ৪২তম রঞ্জি জয়ে অনেকটাই অবদান ছিল শার্দূল ঠাকুরের। জাতীয় নির্বাচকরা অবশিষ্ট ভারতীয় দল বাছাই করবেন এদিন মঙ্গলবারই। রঞ্জি এবং দলীপে ভালো যাঁরা পারফর্ম করেছেন, তাঁদের মধ্যেই বেছে নেওয়া হবে স্কোয়াড।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Indian Team BCCI Sarfaraz Khan Indian Cricket Team Team India India Cricket Team
Advertisment