/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/shreyas-iyer-dance.jpg)
Shreyas Iyer dance: নেচে বিতর্কে শ্রেয়স আইয়ার (টুইটার)
Ranji Trophy 2024: আইপিএলের আগে চোটের গুজবের মধ্যেই রঞ্জি ট্রফি জিতে নাচলেন শ্রেয়স আইয়ার। চলতি মাসেই আইপিএল শুরু। তার আগে গুজব রটেছে, পিঠের চোটের জন্য এবারের আইপিএলে খেলবেন না শ্রেয়স। কার্যত সেই গুজব উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার মুম্বইয়ের ট্রফি জয়ের পর মাঠেই নাচতে দেখা গেল শ্রেয়সকে। যাতে শ্রেয়সের ফিটনেস যাবতীয় জল্পনা ওভার বাউন্ডারি হয়ে গেল।
অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন মুম্বই বৃহস্পতিবার ১৬৯ রানে বিদর্ভকে রঞ্জি ফাইনালে হারিয়ে নতুন রেকর্ড গড়ল। এই জয়ের ফলে, রঞ্জি ট্রফির ৯০ বছরের ইতিহাসে ৪২ বার এই ট্রফি ঘরে তুলল মুম্বই। মুম্বইয়ের এই জয়ে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শ্রেয়স। তার মধ্যেই অবশ্য, পিঠের খিঁচুনির জন্য দু'বার মুম্বইয়ের ফিজিওকে মাঠে ডাকতে হয়। শুধু তাই নয়, দুর্দান্ত ওই ইনিংস খেলার পরদিন শ্রেয়স মাঠেও নামেননি।
আর, এসবের জন্যই শ্রেয়সের পারফরম্যান্স এবং ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে শ্রেয়স পিঠের চোটের কারণে আইপিএলে এবার বিপদে পড়তে চলেছেন। পিঠের চোটের জন্য ফিল্ডিং করতে গিয়ে তিনি সমস্যায় পড়বেন। একের পর এক ক্যাচ মিস করতে পারেন। ২০২৩ সালে, পিঠের চোটের জন্য শ্রেয়সের অস্ত্রোপচারও হয়েছিল। সেকথা মাথায় রেখে এবার জল্পনা বড় আকার নিতে থাকে। এমনকী, শ্রেয়সের আইপিএলে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়। যে জল্পনাকে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেচে-কুঁদে বিদায় দিলেন টিম ইন্ডিয়ার এই ব্যাটার।
অনেকেই প্রশ্ন তুলছেন, পিঠে চোট নিয়েও কেন শ্রেয়স রঞ্জি ম্যাচ খেলতে গেলেন? তার কারণ হল, বিসিসিআই বাধ্যতামূলক করেছে, জাতীয় দলে জায়গা পেতে গেলে সব খেলোয়াড়কেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যাঁরা জাতীয় দলের শিবিরে আছেন, তাঁদের ক্ষেত্রে কেবল এই ব্যাপারে ছাড় আছে। শ্রেয়স প্রথমদিকে এই নির্দেশ না মানায় ইতিমধ্যেই বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন।
I recorded Shreyas iyer dancing after winning Ranji Trophy final! Wowwwwww😭😭😭❤️❤️❤️ pic.twitter.com/dyyclpveng
— Cricket With Laresh (@Lareshhere) March 14, 2024
আর, তার ঠিক আগেই শ্রেয়সকে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে দেখা যায়। তবে, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের শেষ তিন ম্যাচে শ্রেয়সকে বাদ দিয়ে দেয় বিসিসিআই। যা থেকে রটে যায়, বোর্ড শ্রেয়সকে এভাবেই শাস্তি দিয়েছে। পরবর্তীতে দেখা যায়, জল্পনাটা মিথ্যে নয়। কারণ, বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছে মুম্বইয়ের এই ক্রিকেটারকে।
আরও পড়ুন- লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ক্রিকেট সুপারস্টার
এই পরিস্থিতিতে শ্রেয়সের জন্য শুভ সংবাদ হল, আসন্ন আইপিএলে তিনি কেকেআরকে নেতৃত্ব দেবেন। আর, রঞ্জিতে বিদর্ভের বিরুদ্ধে শ্রেয়সের পারফরম্যান্স দেখে খুশি কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি রঞ্জি ফাইনালে শ্রেয়সের নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। একইসঙ্গে আশা প্রকাশ করেছেন, কেকেআর দলে পণ্ডিতের ভাবনার সঙ্গে শ্রেয়স এক্কেবারে মানাইসই হয়ে উঠবেন।