কিছুদিন আগেই অনুষ্কা শর্মা বিরাট কোহলির ডাইনোসর-ভিডিও শেয়ার করে হৈচৈ ফেলে দিয়েছিলেন।সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ভিডিওই এবার নজরে পড়ে গেলো নাগপুর পুলিশের। তারা বিরাট কোহলিকে ডাইনোসরের ভূমিকায় দেখে অনুষ্কার টুইট রিটুইট করে পাল্টা জিজ্ঞাসা করলেন, তারা মহারাষ্ট্র বনবিভাগকে উদ্ধারকারী দলকে পাঠাবেন কিনা! যা নিয়ে শুরু একপ্রস্থ আলোচনা।
ক্রিকেট খেলা থেকে শুরু করে একে অন্যকে ট্রোলিং করা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা লকডাউনের সোশ্যাল মিডিয়ায় হিট। এর আগে একাধিকবার সোশ্যাল মিডিয়া কর্ম কাণ্ডের জন্য শিরোনামে উঠে এসেছিলেন বিরাট ও অনুষ্কা। এবার ফের চলতি সপ্তাহেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল বিরুষ্কার।
অনুষ্কার শেয়ার করা সাম্প্রতিক ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি একটি ডাইনোসরকে অনুকরণ করে ঘরময় পায়চারি করছে।
নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে সেই ভিডিও শেয়ার করে অনুষ্কা লিখেছেন, “আমি দেখলাম। একটি খোলা ডাইনোসর।”
ছোট সেই ভিডিও ক্লিপিংসে দেখা যাচ্ছে, গোড়ালি অদ্ভুতভাবে বাঁকিয়ে গোটা ঘর পায়চারি করছেন এবং ডাইনোসরের মত শব্দও করছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করা হতেই তা ভাইরাল হয়ে যায়। যথারীতি সবাই অনুষ্কার পোস্ট করা ভিডিও কমেন্ট ও শেয়ার করেছেন ব্যাপকভাবে। রণদীপ সিং, সিদ্ধার্থ চতুর্বেদীর মত চিত্র তারকারাও এই ভিডিও নিয়ে মেতে উঠেছিলেন।
ঘটনাচক্রে, টুইটারে, ‘ডাইনোসর’ শব্দটিও ট্রেন্ডিং। কোহলির এই ভিডিও একাধিকবার মিম হিসাবেও শেয়ার করা হচ্ছে এখনো।
প্রসঙ্গত, এবারই প্রথম প্রকাশ্যে অনুষ্কা কোহলিকে ট্রোলিং করলেন না। এর আগে অনুষ্কা ‘এ কোহলি চৌকা মার’ ভিডিওও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।
তারপরেই আসরে অবতীর্ণ নাগপুর পুলিশ। এবারের 'ছাড়া ডাইনোসর' দেখে সরাসরি উদ্ধারকারী দল পাঠানোরই প্রস্তাব দিয়ে দেওয়া হল।