Advertisment

USA vs Bangladesh 2nd t20I: টাইগারদের ফের বিড়াল বানিয়ে শিকার যুক্তরাষ্ট্রের! সিরিজ হেরে বিশ্বরেকর্ড বাংলাদেশের

USA vs BAN t20I series schedule: টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্রকে। ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল (৪২), আরন জোন্স (৩৫), স্টিভেন টেলর (৩১), সকলের ব্যাট হাতে সম্মিলিত প্রয়াসে মার্কিন যুক্তরাষ্ট্র স্কোরবোর্ডে ১৪৪ তুলে দিয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
USA first series win against Banglades

USA first series win against Bangladesh: সিরিজ জিতে নিল মার্কিন যুক্তরাষ্ট্র (টুইটার)

বাংলাদেশ: ১৪৪/৬
মার্কিন যুক্তরাষ্ট্র: ১৩৮/১০

Advertisment

usa first series win against Bangladesh: বাইশ গজে বাংলাদেশের দুঃসময় অব্যাহত। বৃহস্পতিবার রাতে বাংলাদেশকে টানা দ্বিতীয় ম্যাচ হারাল মার্কিন যুক্তরাষ্ট্র। এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের সিরিজ ২-০ দখল করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসির পূর্ণ সদস্যের কোনও দেশের বিরুদ্ধে এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্ৰথম সিরিজ জয়। আন্তর্জাতিক টি২০-তে সেই সঙ্গে প্ৰথম দল হিসেবে একশো পরাজয়ের বিরল রেকর্ড-ও গড়ে ফেলল বাংলাদেশ।

টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্রকে। ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল (৪২), আরন জোন্স (৩৫), স্টিভেন টেলর (৩১), সকলের ব্যাট হাতে সম্মিলিত প্রয়াসে মার্কিন যুক্তরাষ্ট্র স্কোরবোর্ডে ১৪৪ তুলে দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের মাত্র চার ব্যাটার দুই অংকের রানে পৌঁছয়- তানজিদ হাসান (১৯), ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত (৩৬), তৌহিদ হৃদয় (২৫) এবং সাকিব আল হাসান (৩০)। বাকিরা দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেনি।

আরও পড়ুন: সব সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে স্ত্রী নাতাশার সঙ্গে, হার্দিকের কঠিন সময়ে দুঃসংবাদের ঝড় আচমকা

মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে সফলতম আলি খান। ২৫ রানে নেন ৩ উইকেট। টেক্সাসের হাউস্টনে প্রেইরি ভিউ কমপ্লেক্স-এ সৌরভ নেত্রভালকার এবং শেডলে ভ্যান শালউইক দুটো করে উইকেট নেন। ১৯.৩ ওভারেই বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৩৮ রানে।

আইসিসির ক্রমতালিকায় নয় নম্বর দলের এটা টানা দ্বিতীয় ধাক্কা। প্ৰথম ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল ৫ উইকেটের ব্যবধানে। এর আগে আইসিসির ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্যভুক্ত দেশগুলির মধ্যে প্রথমে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। টি২০-তে প্ৰথম পূর্ণ সদস্যের দেশ হিসেবে আইরিশরা হার মেনেছিল যুক্তরাষ্ট্রের কাছে।

আরও পড়ুন: USA-র মাঠে ফেসিলিটি পাইনি! যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারতেই বিস্ফোরক অজুহাত সাকিবের

প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১৫৩/৬ তুলেছিল। এর মধ্যে মিডল অর্ডারে তৌহিদ হৃদয় (৫৮) এবং মাহমুদুল্লাহ (৩১) ৬৮ রানের পার্টনারশিপ গড়ে যান। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ একসময় ৬৮/৪ হয়ে গিয়েছিল। তারপরেই তৌহিদ এবং মাহমুদুল্লাহ দলকে উদ্ধার করেন।

প্ৰথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের সামনে থেকে নেতৃত্ব দেন স্টিভেন টেলর। ৯ রানের বিনিময়ে দুই উইকেট দখল করেন তিনি। ভারতের যুব দলের প্রাক্তন তারকা হরমিত সিং দারুণ বোলিং করে যান। ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করেন।

তারপরেই হরমিত রান তাড়া করার সময় ব্যাট হাতে ঝড় তোলেন ১৩ বলে ৩৩ রানের ইনিংসে। হাতে ৫ উইকেট এবং ৩ উইকেট নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে রান চেজ করে।

সিরিজ খোঁয়ানোর পর বাংলাদেশ শেষ ম্যাচে খেলতে নামবে শনিবার। হোয়াইটওয়াশ নাকি সিরিজের ব্যবধান কমানো- বাংলাদেশের ভাগ্যে কী রয়েছে , স্পষ্ট হয়ে যাবে ২৫-মে।

Bangladesh USA Bangladesh Cricket Cricket News Bangladesh Cricket Team
Advertisment