ধোনিকে অবসর নিতে বাধ্য কোরো না। এমনটাই সাফ জানিয়ে দিচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি বলছেন, ধোনির এখনো ভারতীয় দলকে অনেক কিছু দেওয়ার রয়েছে।
স্টার স্পোর্টসের ক্রিকেট শো ক্রিকেট কানেক্টেড এ এসে তিনি জানিয়েছেন, "ধোনি একবার চলে গেলে ফিরে আসবে না। ক্রিকেটে এখনও কিছু কিংবদন্তি রয়েছে। মাঠে নামলে সবার শ্রদ্ধা আদায় করে নেয়। কারণ এমন ক্রিকেটার খুব কম আসে। তাই ধোনিকে অবসর নেওয়ার বিষয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। ধোনি নিজের মানসিক পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।"
ধোনি জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর খেলেননি। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সেপথে হাঁটেননি। দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৬মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। নির্বাচকরা একাধিকবার ভবিষ্যতের কথা বললেও ধোনি জাতীয় দলে ফিরতে চান। আইপিএলে পারফর্ম করেই ফের টিম ইন্ডিয়ায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলার মানসিক প্রস্তুতিও সারা ছিল।
তবে এর মধ্যেই করোনা পরিস্থিতিতে আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই ১ লক্ষের কাছাকাছি লোক মারা গিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। প্রায় ১.৫ মিলিয়নের বেশি লোক এখনও লড়াই করছে ভাইরাসে আক্রান্ত হয়ে। এমন অবস্থায় আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। পিছিয়ে গিয়েছে ধোনির প্রত্যাবর্তনও।
তবে ধোনির যে এখনও জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার আছে সেই বিষয়ে কোনো সংশয়ই নেই নাসির হুসেনের। তাঁর বক্তব্য, "ধোনি কি এখনও ভারতের জাতীয় দলে খেলার পর্যায়ে রয়েছেন? এটা শুধু ধোনি নয় বিশ্বের যেকোনো ক্রিকেটারের নির্বাচনের জন্য প্রযোজ্য। তবে ব্যক্তিগতভাবে মনে হয় জাতীয় দলকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে ধোনির।"
তবে গত বিশ্বকাপে ধোনির ব্যাটিংয়ে যে ত্রুটি ছিল তাও স্বীকার করেছেন ইংরেজ তারকা, "বিশ্বকাপে বেশ কয়েকটা ম্যাচে ধোনি রান তাড়া করতে পারেনি। একটা ম্যাচে অজ্ঞাত কারণে ও রক্ষণাত্মক খেলে গেল। তবে ধোনি এখনো যে কোনো দলের সম্পদ।"