Ishan Kishan, Duleep Trophy: একজন জাতীয় দলের প্রতিশ্রুতিমান হিসাবে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। অন্যজন আবার সীমিত ওভারের ফরম্যাটে অটোমেটিক চয়েস ছিলেন। সেই শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানকে টিম ইন্ডিয়ার মুলস্রোতে ফেরানোর প্রয়াস জারি হয়ে গিয়েছে। দীর্ঘ কয়েক মাসের অনুপস্থিতির পর গৌতম গম্ভীরের হাত ধরে শ্রীলঙ্কা সফরেই প্রত্যাবর্তন ঘটেছে শ্রেয়স আইয়ারের। অন্যদিকে, ঈশান কিষানকেও খুব শীঘ্রই জাতীয় দলে দেখা যাবে।
জসপ্রীত বুমরা বাদে জাতীয় দলের সমস্ত তারকা ক্রিকেটারদের আসন্ন দলীপ ট্রফিতে অংশ নিতে বলা হয়েছে। রোহিত, কোহলি থেকে রবীন্দ্র জাদেজা- সকলকেই দেখা যাবে। তারকা খচিত দলীপ ট্রফিতে ঈশান কিষানকে খেলার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের তরফে।
নতুন কোচ নিয়োগের আগেই বোর্ড সচিব জয় শাহ স্পষ্ট করে বলে দিয়েছিলেন, জাতীয় দলের হয়ে খেলা না থাকলে সকল তারকা ক্রিকেটারদেরই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। তবে বোর্ডের সেই আদেশ সরাসরি অমান্য করেছিলেন ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের জার্সিতে শ্রেয়স চোটের বাহানায় প্রাথমিকভাবে খেলেননি। পরে সেমিফাইনাল খেললেও চিঁড়ে ভেজেনি। অন্যদিকে, ঈশান বারবার ঝাড়খণ্ডের হয়ে খেলতে অস্বীকার করেছেন। আইপিএলের প্রস্তুতি নিতে হাজির হয়েছিলেন বরোদায়।
এরপরেই বোর্ডের প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি থেকে বাইরে রাখা হয়নি ঈশান এবং শ্রেয়সকে।
তবে কোচ বদলের পরেই ভাগ্য বদলেছে শ্রেয়স আইয়ারের। কেকেআর-কানেকশনে ওয়ানডে স্কোয়াডে শ্রীলঙ্কা সফরেই গম্ভীরের হাত ধরে প্রত্যাবর্তন ঘটে শ্রেয়স আইয়ারের। এদিকে, বোর্ডে ঈশান কিষানের শুভানুধ্যায়ীরা তারকা কিপার-ব্যাটারকে বুঝিয়েছেন, জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিক তিনি। ঈশানও আগের অবস্থান থেকে নমনীয় হয়েছেন।
একাধিক জাতীয় প্রচারমাধ্যমে বলা হয়েছে, ঈশান নাকি ইতিমধ্যেই ঝাড়খণ্ডের হয়ে আগামী ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি হয়েছেন। নেতৃত্বের দায়িত্বেও দেখা যেতে পারে তাঁকে। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে তারকার।
২০২১-এর জুলাই থেকে ২০২৩-এর নভেম্বর পর্যন্ত ঈশান কিষান টিম ইন্ডিয়ার হয়ে ২ টেস্ট, ২৭ ওয়ানডে এবং ৩২ টি২০ ম্যাচে অংশ নিয়েছেন।