Advertisment

Virat Kohli-Rohit Sharma: IPL নয়, ৬০ বছর পুরনো এই টুর্নামেন্টে এবার কোহলি vs রোহিত! বড় ঘোষণা করতে চলেছে BCCI

Duleep Trophy 2024: জুনে টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকে ভারতের হয়ে সাদা বলের কোনও স্কোয়াডে নাম না থাকার কারণে সিনিয়র ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহর দীর্ঘ বিশ্রামের মেয়াদ অব্যাহত থাকতে পারে। এমনটাই সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Rohit Sharma, t20 World Cup, BCCI

Virat Kohli-Rohit Sharma: কোহলি-রোহিতকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই

Virat Kohli and Rohit Sharma in Duleep Trophy: গত বুধবার, ভারত তাদের সাদা বলের শ্রীলঙ্কা সফর শেষ করেছে। টি২০-তে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারত ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার কাছে ০-২ ব্যবধানে হেরেছে। আর, এরপরই এক বিরল ৪২ দিনের বিরতি নিয়েছে। এরপর ফের সেপ্টেম্বরে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অভিযানে নামবে। বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। ঘরোয়া মরশুমের শুরুতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, আগামী মাসে বাংলাদেশ টেস্ট সিরিজের প্রস্তুতির দিকে নজর রেখেছে বিসিসিআই। অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্টের প্রতিযোগিতার পরে, বিসিসিআইয়ের নির্বাচক কমিটি সম্ভবত ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করবে। বিসিসিআই আশা করছে, রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে। এবারের মরশুমে দলীপ ট্রফি নতুন ফরম্যাটে হবে। শুভমান গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব এবং কুলদীপ যাদবকেও বোর্ডের তরফে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে বলা হয়েছে।

যাইহোক, জুনে টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকে ভারতের হয়ে সাদা বলের কোনও স্কোয়াডে নাম না থাকার কারণে সিনিয়র ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহর দীর্ঘ বিশ্রামের মেয়াদ অব্যাহত থাকতে পারে। এমনটাই সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজের জন্য নির্বাচকরা স্পিন-বান্ধব ট্র্যাক আশা করছেন। আর, সেই কারণেই বুমরাহকে প্রতিযোগিতার জন্য বিশ্রাম দেওয়া হতে পারে। আর, একটা কারণ হল, একদিনের বিশ্বকাপের পর থেকে গোড়ালির চোটের জন্য মাঠের বাইরে থাকা মহম্মদ শামি শীঘ্রই দলে ফিরবেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দলীপ ট্রফি আর জোনাল ফরম্যাটে হবে না। সেই কারণেই রোহিত শর্মা আর বিরাট কোহলিও সম্ভবত একই দলে দলীপ ট্রফি খেলার সুযোগ পাবেন না। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি টুর্নামেন্টের জন্য চারটি স্কোয়াড- ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি তৈরি করবে। তাদের নিয়েই দলীপ ট্রফি হবে। যা ৫ সেপ্টেম্বর শুরু হবে। আর, ২৪ সেপ্টেম্বর শেষ হবে। যেহেতু চারটি দলই তারকাখচিত হবে, তাই রোহিত এবং কোহলি আলাদা দলের প্রতিনিধিত্ব করতে পারেন।

যার জেরে এবারের দলীপ ট্রফি ২০০৫ সালে হওয়া বর্তমানে বিলুপ্ত চ্যালেঞ্জার সিরিজের মত ঘরোয়া টুর্নামেন্ট হয়ে উঠতে চলেছে। ওই চ্যালেঞ্জার সিরিজ ভক্তদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছিল। চ্যালেঞ্জার সিরিজে এমএস ধোনির পাশাপাশি সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার সিনিয়রদের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁদের জুটি বীরেন্দ্র শেওবাগের নেতৃত্বাধীন ইন্ডিয়া বি এবং রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত এ দলের বিরুদ্ধে খেলেছিল।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যোগ করা হয়েছে যে বিসিসিআই বর্তমানে দলীপ ট্রফির ভেন্যু নিয়ে চিন্তাভাবনা করছে। ঠিক হয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে খেলা হবে। কিন্তু, জায়গাটিতে বিমান পরিবহণের ব্যবস্থা নেই। সেই কারণে, বোর্ড বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের জন্য বেছে নিতে পারে। তবে, দলীপ ট্রফির প্রথম দুই রাউন্ডের জন্য রোহিত এবং কোহলিকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত হয়নি। বোর্ড বর্তমানে বাংলাদেশ সিরিজের আগে চেন্নাইয়ে একটি প্রশিক্ষণ শিবিরের পরিকল্পনা করছে। সেটা নিশ্চিত হলে, কোহলি এবং রোহিত টুর্নামেন্টের উদ্বোধনী রাউন্ডে অংশ নেবেন।

Team India Indian Team Rohit Sharma BCCI Indian Cricket Team
Advertisment