Advertisment

National Sports Awards 2023: রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কৃত শামি! গর্বের মঞ্চে দেশের সেরা সেরা ক্রীড়াবিদরা

National Sports Awards 2023 Winners Full List: এই বছর অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে রয়েছে প্রাক্তন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন এবং গত বছরের সিনিয়র চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক বিজয়ী কুস্তিগীর পাঙ্গল, গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ বিজয়ী বক্সার মহম্মদ হুসামুদ্দিন এবং প্যারা আর্চার শীতল দেবী।

author-image
IE Bangla Sports Desk
New Update
National Sports Awards 2023,Arjuna Award Winner, Khel Ratna 2023

National Sports Awards 2023: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিচ্ছেন মহম্মদ শামি (টুইটার)

National Sports Awards 2023 Ceremony: বর্ষসেরা পারফর্মারদের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু জাতীয় পুরস্কার তুলে দিলেন। ছিলেন মহম্মদ শামি-ও। যাঁর জন্য পুরস্কার মঞ্চে মুহুর্মুহু করধ্বনি আছড়ে পড়ল।

Advertisment

অনুষ্ঠানে যোগ দিতে পারেননি চিরাগ এবং রঙ্কিরেড্ডি:

ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ শেট্টি এবং সাত্ত্বিক সাইরাজ রেড্ডি ২০২৩-এ তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হন। তিনি ২০২৩ সালে এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে নিজের এবং দেশের প্রথম স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও ইন্দোনেশিয়া ওপেনের শিরোপাও জিতেছেন। বর্তমানে মালয়েশিয়া ওপেন সুপার ১০০০-এ খেলার কারণে এই জুটি অনুষ্ঠানে যোগ দিতে পারেনি।

২৬ জন খেলোয়াড় ও প্যারা খেলোয়াড়কে সম্মানিত করা হয়েছে

রাষ্ট্রপতি ভবনে ২৬ জন ক্রীড়াবিদ এবং প্যারা-অ্যাথলিটদের অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। গোড়ালির চোট থেকে সদ্য সেরে ওঠা শামি এই সম্মান গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন এবং ভারতকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।আর বৈশালী, যিনি সম্প্রতি দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন, তিনিও অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি তারকা গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দর বড় বোন। কোনেরু হাম্পি এবং দ্রোণাবল্লী হারিকার পর বৈশালীই দেশের তৃতীয় মহিলা খেলোয়াড়, যিনি গ্র্যান্ডমাস্টার হয়েছেন।

এমনকি ইশা সিংও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি

তরুণ তারকা পিস্তল শুটার ইশা সিং, জাকার্তায় এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে অংশগ্রহণের কারণে অনুষ্ঠানটি মিস করেছেন। তিনি সোমবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত এবং দলগত সোনা জিতে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন।

এই বছর অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে রয়েছে প্রাক্তন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন এবং গত বছরের সিনিয়র চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক বিজয়ী কুস্তিগীর পাঙ্গল, গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ বিজয়ী বক্সার মহম্মদ হুসামুদ্দিন এবং প্যারা আর্চার শীতল দেবী।

হাংজু এশিয়ান গেমসে দুটি স্বর্ণপদক জয়ী শীতল আক্রান্ত ফোকোমেলিয়া নামক বিরল রোগে। যাতে তাঁর দুটি হাতই নেই। তিনিই প্রথম আন্তর্জাতিক প্যারা আর্চার যিনি দুই হাত ছাড়াই তীরন্দাজ করেন। এই বছরের দ্রোণাচার্য পুরস্কার বিজয়ীদের মধ্যে দাবা প্রশিক্ষক আরবি রমেশও রয়েছেন যিনি প্রজ্ঞাননন্দকে তৈরি করেছেন। খেলরত্ন বিজয়ীরা নগদ ২৫ লক্ষ টাকা এবং অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কার ১৫ লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছেন।

২০২৩ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী

মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার: চিরাগ শেঠি এবং স্বত্ত্বিক রঙ্কিরেড্ডি (ব্যাডমিন্টন)।

অর্জুন পুরস্কার: ওজস প্রবীণ দেওতালে (তীরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজি), মুরালি শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স), মোহাম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), মহম্মদ শামি (ক্রিকেট), আনুশ আগরওয়াল (ক্রিকেট) ঘোড়ায় চড়া, দিব্যকৃতি সিং (অশ্বারোহী পোশাক), দীক্ষা ডাগর (গলফ), কৃষ্ণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পবন কুমার (কাবাডি), রিতু নেগি (কাবাডি), নাসরীন (খো-খো), পিংকি (লন বল), ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর (শ্যুটিং), ইশা সিং (শ্যুটিং), হরিন্দর পাল সিং সান্ধু (স্কোয়াশ), আয়হিকা মুখার্জি (টেবিল টেনিস), সুনীল কুমার (কুস্তি), আনন্দ পাঙ্গল (কুস্তি), নওরেম রোশিবিনা দেবী (কুস্তি) উশু।), শীতল দেবী (প্যারা আর্চারি), ইলুরি অজয় ​​কুমার রেড্ডি (দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট), প্রাচি যাদব (প্যারা ক্যানোয়িং)।

দুরন্ত কোচিংয়ের জন্য দ্রোণাচার্য পুরস্কার (নিয়মিত বিভাগ): ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা), মহাবীর প্রসাদ সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), শিবেন্দ্র সিং (হকি), গণেশ প্রভাকর দেবরুখকর (মল্লখাম্ব)।

দুর্দান্ত কোচিংয়ের জন্য দ্রোণাচার্য পুরস্কার (আজীবন বিভাগ): জসকিরাত সিং গ্রেওয়াল (গলফ), ভাস্করন ই (কবাডি), জয়ন্ত কুমার পুশিলাল (টেবিল টেনিস)।

লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য ধ্যানচাঁদ পুরস্কার: মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন), বিনীত কুমার শর্মা (হকি), কবিতা সেলভারাজ (কাবাডি)।

মৌলানা আবুল কালাম আজাদ (MAKA) ট্রফি 2023: গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, অমৃতসর (সার্বিক বিজয়ী বিশ্ববিদ্যালয়), লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি, পাঞ্জাব (১ম রানার আপ), কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়, কুরুক্ষেত্র (২য় রানার আপ)।

President of India Sports News Mohammed Shami Sports Others
Advertisment