Advertisment

সুপারিশ ছাড়াই এবার মনোনয়ন খেল-সম্মানে, বাড়ল ডেডলাইন

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে দেশ জোড়া লকডাউনের কারনে অনেকেই সুপারিশ করার মত কাউকে খুঁজে পায়নি। সেই কারনে নাম জমা দেওয়ার পদ্ধতি কিছুটা শিথিল করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জাতীয় খেল-সম্মানের মনোনয়নের দিন পিছিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। জানিয়ে দেওয়া হল জুনের ২২ তারিখ পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। পাশাপশি বর্তমান পরিস্থিতিতে কেউ সুপারিশ করার না থাকলেও চিন্তা নেই। সংশ্লিষ্ট ক্রীড়াবিদ নিজেই নিজের নাম পাঠাতে পারেন। এমনটাও জানিয়ে দেওয়া হল ক্রীড়ামন্ত্রকের তরফে।

Advertisment

বুধবারই সমস্ত খেল-পুরস্কারের নাম, প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল একধাক্কায় আড়াই সপ্তাহ। সেই সঙ্গে বিবৃতিতে জানানো হয়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে দেশ জোড়া লকডাউনের কারনে অনেকেই সুপারিশ করার মত কাউকে খুঁজে পায়নি। সেই কারনে নাম জমা দেওয়ার পদ্ধতি কিছুটা শিথিল করা হয়েছে। নিজেরাই নিজেদের নাম পাঠাতে পারবেন ক্রীড়াবিদরা।

বলা হয়েছে, ইমেল মারফতই কেবলমাত্র নমিনেশন পাঠানো যাবে ক্রীড়ামন্ত্রকে। এতদিন প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রাক্তন পুরস্কার প্রাপক, বিভিন্ন খেলার জাতীয় ফেডারেশন সংস্থা কিংবা স্পোর্টস বোর্ড নিজেদের পছন্দের নাম নমিনেট করতে পারতেন।

এই নিয়মেই বদল আনা হচ্ছে। যে ক্রীড়াবিদদের নাম ফেডারেশন কিংবা প্রাক্তন পুরস্কার প্রাপকরা নমিনেট করেননি তাঁরা নিজেরাই আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, এদিনই অর্জুন পুরস্কারের জন্য ব্যাডমিন্টন ফেডারেশন এইচএস প্রণয়ের নাম রেকমেন্ড না করায় টুইটারেই ফেটে পড়েছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, "সেই একই পুরোনো গল্প। যাদের কমনওয়েলথ ও এশিয়ান গেমসে পদক রয়েছে তাদের নাম সংস্থা রেকমেন্ড করল না। আর যাঁরা এই টুর্নামেন্টেই খেলিনি তাদের নাম প্রস্তাব করা হল।" এই টুইটের সঙ্গে 'দিস কান্ট্রি ইজ জোক', 'ওয়াহ' হ্যাশট্যাগ লিখে জুড়ে দেন তিনি।

প্রণয় আরো জানিয়েছিলেন, "যদি তোমার নাম পুরস্কারে তালিকায় নাম দেখতে চাও, তাহলে এমন লোকের সঙ্গে সম্পর্ক থাকতে হবে যারা তোমার নাম সেই তালিকায় তুলে দিতে সাহায্য করবে। পারফরম্যান্সের মূল্যায়ণ আমাদের দেশে হয়না। এটা দেশের পক্ষে ভীষণ খারাপ তবে কিছু করার নেই। তাই যাও এবং যতদিন সম্ভব খেলে যাও।"

প্রণয় অবশ্য ক্ষোভ মুছে নিজেই নিজের নাম পাঠাতে পারেন দিল্লিতে। সেই ব্যবস্থাই করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

cricket
Advertisment