চুক্তি ভঙ্গ করায় টি২০ লিগ থেকে বের করে দেওয়া হল আফগানিস্তানের নবীন-উল-হককে। ২০ মাসের জন্য তাঁকে এই সাজা দেওয়া হল। লখনউ সুপার জায়ান্টের (এলএসজি) ২৪ বছর বয়সি স্টার, আইপিএল টিমের সিস্টার ফ্র্যাঞ্চাইজি ডারবান সুপার জায়ান্ট (ডিএসজি)-এর হয়ে এবার দক্ষিণ আফ্রিকায় টি২০ লিগ খেলবেন। ২০২৪ সালের ১০ জানুয়ারি, এই লিগ শুরুর কথা।
কিন্তু, তার আগেই ইন্টারন্যাশনাল টি২০ লিগ এই আফগান পেসারকে ২০ মাসের জন্য বরখাস্ত করল। এই ইন্টারন্যাশনাল টি২০ লিগ হল, সংযুক্ত আরব আমিরশাহির একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ। আফগান পেসারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালের উদ্বোধনী বছরে শারজা ওয়ারিয়রসের সঙ্গে খেলার ক্ষেত্রে চুক্তি ভঙ্গ করেছেন।
সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি২০ (আইএলটি২০) লিগ নিষিদ্ধ ঘোষণা করায়, বাধ্য হয়ে নবীন-উল-হক এবার দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে (এসএটি২০) খেলবেন। যে দলের হয়ে নবীন দক্ষিণ আফ্রিকায় খেলবেন, ডারবানের সেই ফ্র্যাঞ্চাইজি আইপিএলের এলএসজির সিস্টার ফ্র্যাঞ্চাইজি। দুটো ফ্র্যাঞ্চাইজি একই সংস্থার। তাছাড়া, আইএলটি২০ ও এসএটি২০ একই সময়ে চলবে। তারা একে অপরের জন্য আবেদন অনুযায়ী খেলোয়াড়দের রিলিজ করে দিচ্ছে।
আমিরশাহির দল নবীনকে ২০২৩-এর চুক্তিতেই এবছর রেখে দিতে চেয়েছিল। কিন্তু, বছর ২৪-এর আফগান তাতে রাজি হয়নি। তিনি সই করতে চাননি। প্রথমে ব্যাপারটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হয়েছিল। কিন্তু, আলোচনা ফলপ্রসূ না-হওয়ায় নবীনকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে আইএলটি২০। এই ব্যাপারে আমিরশাহির লিগ এক বিবৃতিতে জানিয়েছে, 'এই বছরের গোড়াতেই তাঁকে (নবীন) নোটিস দেওয়া হয়েছিল। শারজা ওয়ারিয়রস আইএলটি২০-কে বিষয়টিতে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছিল। আইএলটি২০ প্রথমে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ব্যাপারটা নিষ্পত্তির চেষ্টা চালায়। কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয়।'
আরও পড়ুন- সিরিজ জেতার ODI-তে নামছে ভারত! টিম ইন্ডিয়ার প্ৰথম ১১-য় অভিষেকের অপেক্ষায় কোহলির সতীর্থ
আইএলটি২০-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেভিড হোয়াইট এই ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, 'এই ঘোষণা করে আমরা মোটেও খুশি হইনি। কিন্তু, এই ঘটনায় উভয়পক্ষই (নবীন ও তাঁর ফ্র্যাঞ্চাইজি) নিজের অবস্থানে অনড় ছিলেন। কিন্তু, প্রত্যেক পক্ষই তাঁদের চুক্তি মানতে বাধ্য। আর, যাতে তাদের জন্য অপরপক্ষের কোনও ক্ষতি না-হয়, সেই ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত। কিন্তু, নবীন-উল-হক তাঁর চুক্তিকে সম্মান দেখাতে পারেননি। তাই একটা সিদ্ধান্তে আসতেই হত।'
আইপিএল তো বটেই সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে খেলেন নবীন উল হক। আইপিএলে কোহলির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে গত আইপিএলে ঝড় তুলে দিয়েছিলেন। গৌতম গম্ভীর মাঠে নেমে তাঁর পাশে দাঁড়ানোয় বিতর্ক অন্য মাত্রা পেয়েছিল। পরে একাধিকবার ইন্সটা-পোস্টে কোহলিকে খোঁচা দিয়েছেন।
সেই ঝামেলা অবশ্য বিশ্বকাপের সময় মিটিয়ে নিয়েছেন। কোহলির সঙ্গে বন্ধুত্বসুলভ করমর্দন করে ঝামেলায় ইতি টেনেছেন।