Shreyas Iyer back pain Ranji Trophy 2024: একদিন আগেই শ্রেয়স আইয়ার মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছিল চোটের কারণে রঞ্জির কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি। তবে শ্রেয়স আইয়ারের দাবিকে নস্যাৎ করে দিল এবার এনসিএ। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্পোর্টস সায়েন্স এবং মেডিকেল বিভাগের প্রধান নীতিন প্যাটেল নির্বাচকদের ইমেল মারফত জানিয়ে দিলেন, শ্রেয়স আইয়ারের নতুন কোনও চোট হয়নি। ক্রিকেটার দিব্যি ফিট।
জাতীয় দলের সেট আপে থাকা প্রত্যেক ক্রিকেটার যদি টিম ইন্ডিয়া স্কোয়াডে না থাকে এবং চোট-আঘাত মুক্ত হন, তাহলে সকলকেই ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। এমনটা বাধ্যতামূলক করে দিয়েছে বিসিসিআই। এমনকি বোর্ড সচিব জয় শাহ এই নিয়ম ভঙ্গকারী ক্রিকেটারকে কড়া শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রকাশ্যে।
তবে এই নিয়মের বিরোধিতায় নেমেছেন ঈশান কিষান। বারবার বলা সত্ত্বেও ঝাড়খণ্ডের হয়ে রঞ্জিতে খেলছেন না তিনি। ঈশানের পথেই এবার নিয়ম ভাঙছেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় টেস্টের পরেই শ্রেয়সকে টিম ইন্ডিয়া থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাঁর আগে শ্রেয়স বোর্ডের মেডিকেল টিমকে নিজের লোয়ার ব্যাকের সমস্যার কথা জানিয়েছিলেন। তবে বোর্ডের বোর্ডের মেডিকেল টিম সেরকম কোনও সমস্যার কথা মানতে রাজি হননি। বরং সরাসরি চলতি ইংল্যান্ড সিরিজ থেকে বের করে দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন: একাই খেতেন চার জনের খাবার! টিম ইন্ডিয়ার এই মহাতারকার জীবন বদলেছে খাওয়া কমিয়েই
মেডিক্যাল টিমের কাছ থেকে ইনপুটস পেয়েই জাতীয় নির্বাচকরা টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া তারকাকে রঞ্জিতে খেলার নির্দেশ দেন। তবে জানা গিয়েছে, কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স রঞ্জিতে নামতে চাইছেন না চোটের বাহানা দেখিয়ে।
শুক্রবারই রঞ্জির কোয়ার্টার ফাইনালে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ বরোদা। তবে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে শ্রেয়স নাকি মুম্বই ক্রিকেট সংস্থাকে জানান, তাঁর ব্যাক পেইন রয়েছে। খেলতে পারবেন না তিনি। এর পরেই আসরে নামে এনসিএর গুরুত্বপূর্ণ পদাধিকারী নীতিন প্যাটেল। তিনি ইমেল-এ লেখেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের পর বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণ অনুযায়ী, শ্রেয়স পুরোপুরি ফিট রয়েছে। খেলার জন্য ও তৈরি। টিম ইন্ডিয়া থেকে বেরোনোর পর নতুন কোনও চোটের খবর নেই।"
শ্রেয়সের সময়টা একদমই ভালো যাচ্ছে না। প্ৰথম দুই টেস্টে তারকা ব্যাটারের স্কোর ছিল যথাক্রমে ৩৫, ১৩, ২৭ এবং ৩৯। দ্বিতীয় টেস্টে খেলার পর শ্রেয়স পিঠে স্প্যাজমের সমস্যার কথা টিম ম্যানেজমেন্টকে জানান। গত বছর পিঠে ইনজুরির জন্যই শ্রেয়স গোটা আইপিএল সিজন খেলতে পারেননি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, আইপিএলে নিজেকে চোটমুক্ত রাখার জন্যই শ্রেয়স রঞ্জিতে খেলতে চাইছেন না।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন হলেই প্রত্যেককে BMW সঙ্গে ১ কোটি! টাকার ফোয়ারার লোভ ভারতীয় ক্রিকেটারদের
আর একাধিক ক্রিকেটারের এই মানসিকতা উপলব্ধি করেই বোর্ড সচিব জয় শাহ কড়া চিঠি পাঠিয়েছেন দেশের শীর্ষ সারির সমস্ত ক্রিকেটারদের। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, জাতীয় দলে নির্বাচনের জন্য ঘরোয়া ক্রিকেটই মূল মাপকাঠি। জয় শাহের তরফে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, "যেভাবে দেশের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএলকে প্রাধান্য দিচ্ছে, তা রীতিমত চিন্তার বিষয়। এমন ঘটনা মোটেই আগে থেকে আঁচ করা যায়নি। ভারতীয় ক্রিকেটের মূল ভিত হল ঘরোয়া ক্রিকেট। আমাদের ক্রীড়া দর্শনে যে প্রকার ক্রিকেটকে কখনই অবমূল্যায়ন করা হয়নি।"
সেই চিঠিতে আরও বলা হয়েছে, "ঘরোয়া ক্রিকেট হল জাতীয় দলের শিরদাঁড়া। এবং টিম ইন্ডিয়ার সাপ্লাই লাইন মজবুত রাখে এই ক্রিকেট।