IND vs WI 1st T20I Highlights: জয়ের রাস্তায় ফিরল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ জিতে ১-০ এগিয়ে গেল কোহলি অ্য়ান্ড কোং।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ফ্লোরিডায় আগুন জ্বাললেন বিরাট কোহলির বোলাররা। টস জিতে প্রথমে বল করার পুরো ফায়দা তুলল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে বেঁধে দিল ভারত।দেশের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেককারী নবদীপ সাইনি এদিন ছাপ রাখলেন বল হাতে। তুলে নিলেন তিন উইকেট। ভুবনেশ্বর কুমার পেলেন দুই উইকেট। ওয়াশিংটন সুন্দর, খালিল আহমেদ, ক্রুনাল পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা নিলেন একটি করে উইকেট। ক্য়ারিবিয়ানদের হয়ে একমাত্র ক্রিজে টিকলেন কায়রন পোলার্ড।
৪৯ বলে ৪৯ রান করলেন তিনি। কিন্তু এই রান তাড়া করতে নেমে চাপে পড়েই যায় ভারত। রান তাড়া করতে নেমে ৩৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারত একসময় ধুঁকতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত ১৬ বল বাকি থাকতেই ভারত চার উইকেটে জিতে যায়।
India vs West Indies Highlights: IND vs WI Full Highlights
Live Blog
India vs West Indies Live: IND vs WI Full Scorecard Live Updates
১৬ বল বাকি থাকতে চার উইকেটে ম্য়াচ জিতে নিল ভারত
১৪ বলে ১৯ রানের ইনিংস খেলে ফিরলেন মণীশ পাণ্ডে। ১৩ ওভারে ৬৮ রান তুলল ভারত। ৪২ বলে প্রয়োজন আর ২৮ রান। কোহলি অপরাজির রয়েছেন ১৯ রানে। ক্রুনাল পাণ্ডিয়া এসেছেন তাঁকে সঙ্গে দিতে। ক্য়ারিবিয়ান বোলাররাও চাপে রাখছে ভারতকে।
৬০ বলে ভারতের আর ৪৪ রান প্রয়োজন। হাতে আছে সাত উইকেট। কোহলির সঙ্গে মণীশ পাণ্ডে সেট হয়ে গিয়েছেন। ভারতের ঝুলিতে ব্য়াটসম্য়ান বলতে ক্রুনাল পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা রয়েছেন। যদিও ভারতের টার্গেট সাধ্য়ের মধ্য়েই। ধরে খেললেই ভারতের জয় চলে আসবে।
রোহিত শর্মা আর ঋষভ পন্থ আউট! ব্য়াক-টু-ব্য়াক উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। ৭ ওভারে ৩৩ রান তুলতে গিয়ে তিন উইকেট চলে গেল ভারতের। আপাতত বিরাট কোহলির সঙ্গে মণীশ পাণ্ডে ক্রিজে। আপতত ভারতের একটা পার্টনারপিশ প্রয়োজন।
৬ ওভারের খেলা শেষ। ৩১ রান তুলে ফেলল ভারত। ধাওয়ানের উইকেট হারানোর পরে বিরাট-রোহিতের ব্য়াটে ভারত সামলে নিয়েছে। তাঁদের ব্য়াটেই জয়ের পথে এগিয়ে যাচ্ছে ভারত। ফ্লোরিডায় ভারতের জয়ের অপেক্ষায় ফ্য়ানেরা।
আউট! ৯৬ রানের টার্গেট। রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাল ভারত। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ওপেন করতে নেমেছিলেন। শেলডন কটরেলের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন ধাওয়ান। রোহিতের সঙ্গী এখন বিরাট কোহলি।
ফ্লোরিডায় আগুন জ্বাললেন বিরাট কোহলির বোলাররা। টস জিতে প্রথমে বল করার পুরো ফায়দা তুলল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে বেঁধে দিল ভারত। উইন্ডিজ বোলাররা এদিন অসাধারণ বোলিং করতে না-পারলে, ভারত এ রান অনায়াসে তুলে দেবে, সেকথা বলাই যায়।
উইকেটের পর উইকেট! ক্য়ারিবিয়ান ব্য়াটসম্য়ানরা ক্রিজে আসছেন আর ফিরে যাচ্ছেন। শুরু উইকেট পতনের দৃশ্য় দেখছে ফ্লোরিডা। ১৭ ওভারের শেষে ব্রাথওয়েটের টিম ৭০ রান তুলতে গিয়ে সাত উইকেট হারিয়ে ফেলল।
ওয়েস্ট ইন্ডিজের হাতে আর শেষ ৬ ওভার। পাঁচ উইকেট হারিয়ে তারা ৬৬ রান তুলেছে। ক্য়াপ্টেন কার্লোস ব্রাথওয়েট ও পাওয়ার হিটার কায়রন পোলার্ড চাইবেন শেষ ৬ ওভারে ম্য়াচের রং বদলে দিতে।
দেখতে দেখতে প্রথম ইনিংস প্রায় মাঝপথে। ১০ ওভারে খেলা শেষ। ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে ৪৫ রান তুলল। বিরাটরা আজ যাঁদের বিরুদ্ধে খেলছেন তাঁরা কুড়ি-কুড়ি ফর্ম্য়াটে বিশ্বচ্য়াম্পিয়ন। টি-২০ ফর্ম্য়াটের রাজা তারা। কিন্তু আজ অত্য়ন্ত খারাপ পারফরম্য়ান্সই তাদের। ৪.৫-এর গড়ে রান তুলল তারা।
তাসের ঘরের মতো ভেঙে পড়ছে উইন্ডিজ! এ ম্য়াচে আর ওয়েস্ট ইন্ডিজের জন্য় কিছু পড়ে রইল না। প্রথমে বল করার পুরো অ্যাডভান্টেজ তুলে নিল ভারত। সাত ওভারের খেলা চলছে। ৩৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলল ক্য়ারিবিয়ানরা। দুই ওপেনারকে হারানোর তিন ওভারের মধ্য়ে আরও তিন উইকেট চলে গেল। নবদীপ সাইনি তুলে নিলেন জোড়া উইকেট। খালিল আহমেদ পেলেন একটি।
ব্য়াক-টু-ব্য়াক আউট! ওয়াশিংটন সুন্দরের পর কামাল করলেন ভুবনেশ্বর কুমার। জন ক্য়াম্পবেলের পর প্য়াভিলিয়নে ফিরে গেলেন এভিন লুইস। লুইসকে বোল্ড করে দিলেন ভুবনেশ্বর কুমার। এর চেয়ে ভাল শুরুআর ভারতের হতে পারত না!
আউট! প্রথম ওভারেই উইকেট তুলে নিল ভারত, এর থেকে ভাল শুরু আর কী হতে পারে! ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় বলেই উইন্ডিজ ওপেনার জন ক্য়াম্পবেল হার্দিক পাণ্ডিয়ার হাতে ক্য়াচ আউট হয়ে গেলেন। লুইসকে এবার সঙ্গ দেবেন নিকোলাস পুরান।
টস জিতলেন বিরাট কোহলি। কার্লোস ব্রাথওয়েটদের ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানালেন তিনি। দেখে নিন প্রথম একাদশে আজ কারা রয়েছেন!
বিসিসিআই পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডের যে ছবি প্রকাশ করেছে, তা ভারতীয় ফ্য়ানেদের মন ভাল করে দেওয়ার জন্য় যথেষ্ট। ঝকঝকে আকাশই দেখা যাচ্ছে। এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৬। ব্য়াটসম্য়ানদের স্বর্গরাজ্য় বলেই ধরা হয়। কিন্তু পিচ শেষ কয়েকদিন কভারের তলায় থাকায় প্রথম বল করলে পেসাররা বাউন্স আর গতি পাবে।
ফ্লোরিডায় আজ থাবা বসাতে পারে বৃষ্টি। এমনটাই বলছে স্থানীয় আবহাওয়া দফতর। হাওয়া অফিসের খবর, শনিবারে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বেশ কয়েকদিন ধরে আবহাওয়া মেঘাছন্ন। শনিবারেও কোনও ব্যতিক্রম নেই। এখনও আকাশ ঢেকে কালো মেঘে। জানা গিয়েছে, সকালে বৃষ্টিপাতের সম্ভবনা ৯৫ শতাংশ। গতকাল পিচ পুরো কভারে ঢাকা ছিল
বিশ্বকাপের ব্য়র্থতা ভুলে ফের দেশের জার্সিতে বিরাট অ্যান্ড কোং। দলে এবার রয়েছে একাধিক তরুণ ক্রিকেটার। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে তৈরি হয়েছে এই দল। বিরাটও জানিয়েছেন নতুন করেই তারা ফের একবার শুরু করতে মরিয়া। এই সিরিজের জন্য় মুখিয়ে রয়েছে সবাই।