ভবিষ্য়তে ১০০ বলের ক্রিকেটে গোটা বিশ্বকে মাতাতে চাইছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বাইশ গজের এই আসন্ন নয়া সংস্করণ নিয়ে ইতিমধ্যেই অনেকে নাক সিঁটকেছেন। এবার সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও একমত এই বিষয়ে। তাঁর মতে নতুন এই ক্রিকেট ফর্ম্যাট নিয়ে সাবধানে পা ফেলা প্রয়োজন।
ইসিবি-র প্রস্তাবিত ক্রিকেটের নয়া সংস্করণে প্রতি ইনিংসের প্রথম ১৫ ওভার হবে চিরাচরিত নিয়মে, অর্থাৎ ওভার পিছু ছটি করে বল। কিন্তু ৯০ (১৫x৬) বল শেষ হওয়ার পরেই খেলায় আসবে নয়া মোড়। শেষ ওভারটিতে থাকবে ৬টি'র বদলে ১০টি বল। অর্থাৎ ছ বলের বদলে ১০ বলের ওভার। সেক্ষেত্রে টি-২০ ম্যাচের চেয়ে ২০ বলে কম হবে। ২০২০-তে দেখা যাবে ক্রিকেটের এই নয়া অবতার।
আরও পড়ুন, ডান্স ফ্লোরে যিনি নেচে মাত করছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ই তো? দেখুন ভিডিও
সৌরভ বলছেন, “আসলে ব্যাপারটা সাড়ে ষোলো ওভারে গিয়ে দাঁড়াবে। ৫০ ওভার থেকে ২০ হয়ে এখন সাড়ে ষোলো। দেখা যাক কী হয়! আমাদের এখন দেখতে হবে যে, খেলাটা আস্তে আস্তে আর কত ছোট হয়।" তিনি বলেন, "১০০ বলের ক্রিকেটে অনেক সতর্ক হয়েই চলতে হবে। এরকম যেন না হয়. যে দর্শকরা চোখের পলক ফেলার আগেই খেলা শেষ হয়ে গেল।”
দর্শকদের চাহিদা ভালমতোই বোঝেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি আরও বললেন, “ দর্শকরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মজা ও খেলার চাপটা অনুভব করতে চান। তবেই তাঁরা প্রকৃত প্রতিভা ও বিজয়ীদের খুঁজে নিতে পারেন।”
শুক্রবার কলকাতায় অনূর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট প্রো-স্টার লিগের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ। সেখানেই ১০০ ওভারের ক্রিকেট নিয়ে নিজের মত দেন সৌরভ। তিনি সাফ বলে দেন যে, খেলায় ওভার সংখ্যা কমার সঙ্গে সঙ্গেই খুব ভাল আর সাধারণ মানের ক্রিকেটারদের মধ্যে ফারাকটা একেবারেই কমে যাবে। সৌরভ আরও বলেন যে, টেস্টই ক্রিকেটের আসল ফর্ম্যাট হয়ে থেকে যাবে।