Advertisment

তরুণ প্রতিভাদের রক্ষা করতে হবে নাহলে শকুনের দল তুলে নিয়ে যাবে: পোলার্ড

ভারতের মাটিতে সীমিত ওভারের সিরিজের জন্য় ওয়েস্ট ইন্ডিজ যে দল পাঠিয়েছে এবার, সেখানে অভিজ্ঞ মুখের চেয়ে তারুণ্য়ের আধিক্য়ই বেশি। অধিকাংশই প্রায় নতুন নাম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের মাটিতে সীমিত ওভারের সিরিজের জন্য় ওয়েস্ট ইন্ডিজ যে দল পাঠিয়েছে এবার, সেখানে অভিজ্ঞ মুখের চেয়ে তারুণ্য়ের আধিক্য়ই বেশি। অধিকাংশই প্রায় নতুন নাম।

Advertisment

আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, সুনীল নারিন, ডোয়েন ব্র্য়াভোর মতো তারকাদের ছাড়াই খেলবে ক্য়ারিবিয়ানরা। কায়রন পোলার্ডের টিমে রয়েছেন ব্র্য়ান্ডন কিং, খারি পিয়ের, শেরফানে রাদারফোর্ড, কেসেরিক উইলিয়ামস ও হেডেন ওয়ালশের মতো তরুুণ তুর্কীরা।

আরও পড়ুন-ঋষভ ম্য়াচ-উইনার, আমরা ওর পাশেই আছি : বিরাট কোহলি

বোঝাই যাচ্ছে আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই দলের ইয়ং ব্রিগেডকে পরখ করে নিতে চায় উইন্ডিজ বোর্ড। অধিনায়ক পোলার্ড বলছেন শকুনের দৃষ্টি থেকে তরুণদের রক্ষা করাই তাঁর কাজ।

আগামিকাল ভারত-উইন্ডিজ তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পোলার্ড। তিনি বলছেন,“ ব্র্য়ান্ডন কিং, কেসেরিক উইলিয়ামস খুব ভাল প্লেয়ার। ওরা ক্য়ারিবিয়ান প্রিমিয়র লিগ থেকে উঠে এসেছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য় এখন মুখিয়ে আছে। কিন্তু আমাদের সমস্য়া হচ্ছে আমরা বড্ড তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমাদের ধৈর্য্য রাখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে এরা বুঝিয়ে দেবে পৃথিবীকে এরা কী করতে পারে! ওদের ওপর ছাতাটা ধরতে হবে নাহলে শকুনের দল এসে ওদের তুলে নিয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটটা খুব কঠিন। অনেক শেখার আছে”

তিন ম্য়াচের টি-২০ সিরিজের জন্য় উইন্ডিজ দল: ফ্যাবিয়ান অ্যালেন, ব্র্য়ান্ডন কিং, দীনেশ রামদিন, শেলডন কটরেল, এভিন লুইস, শেরফান রাদারফোর্ড, শিমরন হেটমায়ার, খারি পিয়ের, লেন্ডি সিমন্স, জেসন হোল্ডার, কায়রন পোলার্ড (অধিনায়ক), হেডেন ওয়ালস জুনিয়র, কেমো পল, নিকোলাস পুরান ও কেসেরিক উইলিয়ামস।

Read full story in English

West Indies India
Advertisment