জ্যাভলিন তারকা নীরজ চোপড়া রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর নাম হিমানি মোর। তিনিও ক্রীড়াবিদ। একজন টেনিস প্লেয়ার।
Neeraj Chopra marriage: বিশেষ মুহূর্তে নীরজ চোপড়া।
2/5
একনম্বর জ্যাভলিন খেলোয়াড়
নীরজ চোপড়া ভারতের একনম্বর জ্যাভলিন খেলোয়াড়। এবছরের মে মাসেই একটি বিশ্বমানের জ্যাভলিন প্রতিযোগিতা আয়োজিত হবে। ভারতে প্রথমবার এইজাতীয় প্রতিযোগিতা হতে চলেছে।
Neeraj Chopra marriage: বিয়ের মণ্ডপে নীরজ।
3/5
নীরজের স্বপ্নপূরণ
এই প্রতিযোগিতার ব্যাপারে নীরজ বলেছেন, 'ভারতে একটি বিশ্বমানের জ্যাভলিন প্রতিযোগিতার আয়োজন করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ভারতে একটি বিশ্বমানের জ্যাভলিন প্রতিযোগিতা আয়োজন করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। জেএসডব্লিউ স্পোর্টস এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাহায্যে অবশেষে তা হতে চলেছে।'
Advertisment
Neeraj Chopra marriage: ভারতের পতাকা হাতে নীরজ চোপড়া।
4/5
নীরজের স্বপ্ন আরও বড়
নীরজ এবং জেএসডব্লিউ স্পোর্টস এই জ্যাভলিন প্রতিযোগিতাটিকে বিশ্ব অ্যাথলেটিক্স ক্যালেন্ডারের একটি বার্ষিক খেলায় পরিণত করতে চান। এমনটাই তাঁরা জানিয়েছেন।
Neeraj Chopra marriage: ভারতের পতাকা হাতে নীরজ চোপড়া।
5/5
তার আগেই জীবনের স্বপ্নপূরণ
তার আগেই বিয়ে করে জীবনের এক বড় স্বপ্ন অবশেষে পূরণ করলেন ভারতীয় সেনাবাহিনীর এই আধিকারিক তথা দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ নীরজ।