দেশের স্টার জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়ার কাঁধে গুরুদায়িত্ব দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। আসন্ন এশিয়ান গেমসে দেশের পতাকা বাহক হলেন তিনি। গোল্ড কোস্টে আয়োজিত ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের জন্য সোনা ছিনিয়ে এনেছিলেন নীরাজ। শুক্রবার আইওএ-র সভাপতি নরিন্দর বাত্রা ভারতীয় দলের ‘সেন্ড-অফ’ সেরেমনিতে এই ঘোষণা করেছেন।
Thank you everyone for the good wishes! Being the flag bearer of our glorious nation’s contingent is a special honour! Best wishes to all athletes for @asiangames2018. Thanks to @ioaindia for the nomination! Har kadam Tirange ???????? ki shaan badhaneki koshish rahegi ???? Jai Hind ????
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 10, 2018
নীরাজ ফিনল্যান্ডে অনুষ্ঠিত স্যাভো গেমসেও সোনা জিতেছেন গত জুলাইতে। চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বী চাও-সান চেংকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এশিয়াডের প্রস্তুতিতে তিনি ছুঁড়েছিলেন ৮৫.৬৯ মিটার। ৮৭.৪৩ মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ডও করেন নীরাজ। এছাড়াও অনূর্ধ্ব-২০ বিশ্বরেকর্ড রয়েছে নীরাজের নামের পাশে। ৮৬,৪৮ মিটার ছুঁড়েছিলেন তিনি। ২০১৭-তে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ৮৫.২৩ মিটার ছুঁড়েও সোনা জেতেন তিনি। এছাড়াও ২০১৬-তে পোল্যান্ডে অনুষ্ঠিত আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০-র আসরে সোনা জেতেন তিনি।
আরও পড়ুন: এশিয়াডে সোনা জয়ী, অর্থাভাবে লড়ছেন মূৃত্যুর সঙ্গে
চলতি বছর ১৮তম এশিয়ান গেমসের আসর বসছে ইন্দোনেশিয়ায়। জার্কাতা ও পালেমবাংয় শহরে হবে উপমহাদেশের সবচেয়ে বড় ইভেন্ট। আগামী ১৮ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। আসন্ন এশিয়াডে ভারতীয়দের মধ্যে নীরাজেরই সোনা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল বলে মনে করছে বিশিষ্টমহল।