Advertisment

অলিম্পিকের পর আরও একবার! ফের একবার বিশ্বমঞ্চে সোনা আনলেন ভারত-সন্তান নীরজ

ভারতকে সোনাঝরা দিন উপহার দিলেন নীরজ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra wins historic gold medal at world athletic championship beating pakistani Arshad nadeem

ফের সোনাজয় নীরজের।

ফের সোনাজয় নীরজের। ভারতকে আবার ঐতিহাসিক দিনের সঙ্গী করলেন অলিম্পিকে সোনাজয়ী তারকা। রবিবার গভীর রাতে ওয়ার্ল্ড এথলেটিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল। সেখানেই নীরজ ৮৮.১৭ মিটার জ্যাভেলিন থ্রো করে সোনা জিতে ফেললেন।

Advertisment

টোকিও অলিম্পিকে সোনা জেতার পর নীরজকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে উঠেছিল। তবে ইউজিনে গত বছর ওয়ার্ল্ড কাপে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তবে রবিবার ফের একবার স্বর্ণপদক পেলেন তিনি। আরও একবার পিছনে ফেললেন পাকস্তানি প্রতিপক্ষকে।

পাকিস্তানি নাদিম কনুই এবং হাঁটুতে অস্ত্রোপচার।সেরে খেলতে নেমেছিলেন চ্যাম্পিয়নশিপে। তিনি রূপো জিতলেন ৮৭.৮২ মিটার থ্রোয়ে। চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভালদ্যাচ ব্রোঞ্জ পেলেন ৮৬.৬৭ মিটার থ্রোয়ে।

ফাইনালে প্ৰথম প্রচেষ্টাতেই ফাউল করেন নীরজ। তবে দ্বিতীয় প্রচেষ্টায় লিড নিয়ে নেন। থ্রোয়ের পর সেই একই ভঙ্গিতে আকাশের দিকে হাত নিশানা করে ট্রেডমার্ক সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি।

নীরজ চোপরার আগে ওয়ার্ল্ড এথলেটিক চ্যাম্পিয়নশিপে এর আগে পদক জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। ২০০৩-এর প্যারিস ইভেন্টে ওমেন্স লং জাম্পে ব্রোঞ্জ জেতেন তিনি।

Gold Medal Sports News Neeraj Chopra
Advertisment