Advertisment

Nepal vs Qatar: ৬ ৬ ৬ ৬ ৬ ৬, একই ওভারে ৬ ছক্কা! তান্ডব চালিয়েই যুবরাজ-পোলার্ডের কীর্তি তছনছ পড়শি দেশের তারকার, দেখুন ভিডিও

Six sixes in an over record: কয়েক মাস আগেই দীপেন্দ্র ইতিহাস গড়েছিলেন দ্রুততম ফিফটি করে। ২০২৩ এশিয়ান গেমসে হাংঝৌয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে হাফসেঞ্চুরি করেন মাত্র ৯ বলে। সেই সময়েও টানা ছয় ছক্কা ছক্কা হাঁকিয়েছিলেন। তবে সেটা ছিল দুই ওভার মিলিয়ে। এক ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকানোর পর পরের ওভারের শুরুর বলেই ওভার বাউন্ডারি হাঁকান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj Singh, Kieron Pollard, six sixes in an over

Dipendra Singh: যুবরাজ-পোলার্ডের রেকর্ড স্পর্শ করলেন দীপেন্দ্র সিং (টুইটার এবং আরসিবি)

Nepal vs Qatar record: ইতিহাস গড়ে ফেললেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। টি২০ আন্তর্জাতিকে এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন কাতারের বিপক্ষে। এসিসি মেন্স প্রিমিয়ার কাপের খেলা ছিল ওমানের আল আমিরাত ক্রিকেট মাঠে। সেখানেই ইতিহাস গড়া পারফরম্যান্স করে গেলেন দীপেন্দ্র সিং।

Advertisment

নেপাল ইনিংসের শেষ ওভারে বোলিং করছিলেন কাতারের কামরান খান। সেই ওভারেই ছয় ছক্কায় ৩৬ রান সংগ্রহ করে যান নেপালি তারকা। মাত্র ২১ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি।

তাঁর ইনিংস সাজানো তিনটে চার, সাতটা ওভার বাউন্ডারিতে। দীপেন্দ্র-র ব্যাটে ভর করে নেপাল স্কোরবোর্ডে ২১০ রানের পুঁজি খাড়া করে।

কয়েক মাস আগেই দীপেন্দ্র ইতিহাস গড়েছিলেন দ্রুততম ফিফটি করে। ২০২৩ এশিয়ান গেমসে হাংঝৌয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে হাফসেঞ্চুরি করেন মাত্র ৯ বলে। সেই সময়েও টানা ছয় ছক্কা ছক্কা হাঁকিয়েছিলেন। তবে সেটা ছিল দুই ওভার মিলিয়ে। এক ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকানোর পর পরের ওভারের শুরুর বলেই ওভার বাউন্ডারি হাঁকান। বিগ হিটার দীপেন্দ্র এবার সেই রেকর্ডই ছুঁয়ে ফেললেন একই ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে।

টি২০ ক্রিকেটে এই নিয়ে তৃতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিকে ছয় ছক্কার কীর্তি গড়লেন। ২০০৭-এ ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ সিং টানা ছয় ছক্কা হাঁকান ইংল্যান্ডের বিপক্ষে। ২০২১-এ কায়রণ পোলার্ড দ্বিতীয় ব্যাটার হিসাবে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ছক্কা হাঁকান। তারপরেই এবার সেই তালিকায় জুড়ে গেল দীপেন্দ্র-র নাম।

সমস্ত ফরম্যাট মিলিয়ে দীপেন্দ্র আপাতত বিশ্বের পঞ্চম ক্রিকেটার যিনি একই ওভারে ছয় ছক্কা হাঁকালেন। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জসকারণ মালহোত্রা একই ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছিলেন। তবে টেস্টে এমন কীর্তি কারোর নেই।

নেপাল ইনিংসের ১৯তম ওভার শেষে দীপেন্দ্র ১৫ বলে ২৮ রানে ব্যাট করছিলেন। নেপাল ছিল ১৭৪/৭-এ। তারপর মিডিয়াম পেসার কামরান খানের ছয় বলই জমা হয় বাউন্ডারির ওপারে। ম্যাচে কাতারকে ৩৪ রানে পরাস্ত করতে এরপরে আর সমস্যাই হয়নি নেপালের। আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপে দ্বিতীয়বারের মত অংশ নেবে নেপাল। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি দেশটির মনোবল বাড়িয়ে দেবে নিঃসন্দেহে।

Cricket News T20 Nepal Sports News Qatar
Advertisment