লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- কে 'গোট' সেই আলোচনায় এবার মুখ খুললেন নেদারল্যান্ডস কোচ লুই ভ্যান গাল। বলে দিলেন ব্যক্তিগত পুরস্কার মেসির অনেক বেশি থাকতে পারে। তবে রোনাল্ডো একজন টিম-প্লেয়ার।
স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরো-কে ভ্যান গাল বলে দিয়েছেন, "বড় প্রশ্ন হল মেসি নাকি রোনাল্ডো? এই সময়ের সেরা ফুটবলার মেসি এবং রোনাল্ডো দুজনেই। দুজনের মধ্যে একজনকে বাছাই করা সত্যিই কঠিন। মেসির খেতাবের থেকে রোনাল্ডোর ফলাফল অনেক বেশি। ব্যক্তিগত পুরস্কারে মেসি এগিয়ে। তবে রোনাল্ডো একজন আদর্শ টিম-প্লেয়ার। তাই এদের দুজনের মধ্যে থেকে সেই হিসাবে বেছে নিতে হবে। আমি কোচ হিসেবে টিম-প্লেয়ারকেই চাইব। মেসি হয়ত বিশ্বের সেরা। তবে দল হিসেবে খেলায় অগ্রাধিকার দিতে হবে।"
আরও পড়ুন: সেরা ডিফেন্ডারদের ছেলেখেলা করে সেরার সেরা গোল! ক্যাপ্টেন হয়েই অবিশ্বাস্য কাণ্ড এমবাপের, দেখুন ভিডিও
ভ্যান গালের সঙ্গে বিশ্বকাপের সময়েই লেগে গিয়েছিল মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের। ম্যাচের আগে মেসিকে তাতিয়ে দিয়ে ভ্যান গাল বলে দিয়েছিলেন, ২০১৪ সালের সেমিফাইনালে দুই দলের মধ্যে ম্যাচে মেসি নাকি বল-ই ছুঁতে পারেননি। ২০১৪-তেও আর্জেন্টিনা পেনাল্টি শ্যুট আউটে জিতে ফাইনালে পৌঁছয়।
বিশ্বকাপের চরম বিতর্কিত ম্যাচে এরপরেই মেসি গোল করে কানে হাত দিয়ে ভ্যান গালকে দেখিয়ে দেখিয়ে সেলিব্রেট করেন নেদারল্যান্ডস ডাগ-আউটের সামনে। তারপরে মেসিকে ডাচ কোচের দিকে তেড়ে যেতেও দেখা যায়। যে ঘটনার পরে অবশ্য মেসি অনুতাপও প্রকাশ করেছেন।
মেসির কাছে ঝটকা খেয়েছিলেন। সেই অপমান বোধহয় এখন-ও ভুলতে পারেননি ডাচ কোচ। তাই মেসি-রোনাল্ডোর তুলনায় তিনি এগিয়ে রাখলেন রোনাল্ডোকেই। যা নিয়ে চালু নতুন বিতর্ক।
যাইহোক, বৃহস্পতিবারই নতুন মাইলস্টোন স্পর্শ করেছেন দুই কিংবদন্তি। বিশ্বকাপ জয়ের পর খেলতে নেমে মেসির আর্জেন্টিনা ২-০ গোলে উড়িয়ে দিয়েছে পানামাকে। রোনাল্ডোর পর্তুগাল আবার ইউরো কোয়ালিফায়ারে গ্রুপ-জে'তে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লিখস্টেনস্টাইনকে। এমন আবহেই ভ্যান গালের এই মন্তব্য।
আরও পড়ুন: স্বপ্নের ফ্রিকিকে ৮০০তম গোল মেসির! আর্জেন্টিনার জার্সিতে ফের জাদু মহাতারকার, দেখুন ভিডিও
বৃহস্পতিবার মেসি নিজের পেশাদারি কেরিয়ারের ৮০০ গোলে পৌঁছেছেন। জাতীয় দলের হয়ে ১০০ গোল করা থেকেও মাত্র ১ গোলে পিছিয়ে তিনি। সবথেকে বেশি গোলের নিরিখে মেসির সামনে একমাত্র রোনাল্ডো। যাঁর নামের পাশে ৮৩০ গোল। দ্বিতীয় ফুটবলার হিসাবে ৮০০ গোলের মাইলস্টোনে পৌঁছলেন মেসি।
রোনাল্ডো লিখস্টেনস্টেইনের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। নিখুঁত পেনাল্টি গোলের পর মাঠ মাতিয়ে দিয়েছেন দুর্ধর্ষ ফ্রিকিক গোলে। জাতীয় দলের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার নিরিখে রোনাল্ডো (১৯৭ ম্যাচ) পেরিয়ে গিয়েছেন কুয়েতের বাদের আল মুতওয়াকে।
Read the full article in ENGLISH