scorecardresearch

মেসির কাছে গালি হজম করা সেই ফুটবলারই এবার রোনাল্ডোর বদলি! Man U-তে বড় চমক

আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্ধর্ষ খেলার পরেই মেসির রোষের মুখে পড়েন তারকা

মেসির কাছে গালি হজম করা সেই ফুটবলারই এবার রোনাল্ডোর বদলি! Man U-তে বড় চমক

কেরিয়ারের একটা বৃত্ত বোধহয় সম্পন্ন হল। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির গালাগাল হজম করে প্রচারমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন। সেই তারকাই এবার যোগ দিচ্ছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। তাও আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বদলি হিসাবে।

ইউরোপীয় প্রচারমাধ্যমে বলা হয়েছে বেসিকতাসকে ৩ মিলিয়ন ইউরো দেওয়ার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ডাচ তারকাকে লোনে সই করাবে বার্নলে থেকে। বার্নলে থেকে তিনি লোনে খেলছিলেন তুরস্কের ক্লাব বেসিকতাসে। সেখানেই তাঁর লোন-চুক্তি ছিন্ন করে দেওয়া হয়েছে। তারপরেই ম্যাঞ্চেস্টার তাঁকে সই করাতে উদ্যোগী হয়েছে। জানা গিয়েছে ম্যাঞ্চেস্টারে এসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা পর্বও সম্পন্ন।

যাইহোক, আর্জেন্টিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ওয়েগহর্স্ট একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন শেষ লগ্নে জোড়া গোল করে। তিনিই ম্যাচ টেনে নিয়ে যান টাইব্রেকারে যদিও শেষমেশ আলবিসিলেস্তেরা শেষ হাসি হাসে।

আরও পড়ুন: রোনাল্ডোর পাঙ্গা নিতে সৌদির ক্লাবে সই করতে পারেন মেসি, বিরাট আপডেটে তোলপাড় বিশ্ব

নেদারল্যান্ডস ম্যাচের পরেই মেসি লাইভ টিভি সাক্ষাৎকারে মাঠ দিয়ে হেঁটে চলা নেদারল্যান্ডস তারকা ওয়েগহর্স্টকে নিশানা করেছিলেন। জোড়া গোল করে ডাচদের নায়ক ওয়েগহর্স্টকে দেখেই মেসি বলে দেন, “এদিকে কী দেখছ, যাও ভাগো।” সেই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল বিশ্বকাপের মঞ্চে।

পরে মেসির কাছে গালি হজম করে ডাচ তারকা বলে দেন, “ম্যাচের পরে ওঁর সঙ্গে করমর্দন করতে গিয়েছিলাম। ফুটবলার হিসাবে ওঁর জন্য অফুরন্ত শ্রদ্ধা রয়েছে আমার। তবে ও কথা বলতে চায়নি। আমার স্প্যানিশ খুব একটা ভাল নয়। তবে ও আমাকে সর্বসমক্ষে চরম অসম্মান করল। এটাই আমাকে আরও হতাশ করে তুলেছে।”

মেসির সঙ্গে মোলাকাতের সময়ে এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, কুন আগুয়েরোরা মিক্সড জোনে ঘিরে ধরেন ওয়েগহর্স্টকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েগহর্স্ট ইংরেজিতে বলছেন, ও স্রেফ মেসির সঙ্গে সাক্ষাৎ সারতে চায়।

মেসির চোখের বালি সেই স্ট্রাইকারই এবার নাম লেখাচ্ছেন ইপিএল ক্লাবে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Netherlands striker wout weghorst argentinas lionel messi joins manchester united as replacement of cristiano ronaldo