অনেক হয়েছে। আর নয়। শুবমান গিলকে ফেরানো হোক। এমনটাই দাবি করছেন নেটিজেনরা। সীমিত ওভার থেকে সুযোগ পাচ্ছেন পৃথ্বী শ। রোহিত শর্মা চোট পাওয়ায় পৃথ্বী শ-কেই মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিংয়ে খেলানো হচ্ছে। শুবমান গিল ওপেনিংয়ের লড়াইয়ে থাকলেও প্রথম টেস্টে তাঁকে বাইরে রাখা হয়েছে। এদিকে, প্রথম টেস্টের দু-ইনিংসও খেলা হয়ে গিয়েছে পৃথ্বীর। তবে রানে ফেরেননি পৃথ্বী শ। বিপদের মুখে রবিবারেও ওয়েলিংটন টেস্টের শুরুতেও ফিরে গিয়েছেন তিনি। দু ইনিংসে করেছেন ১৬ ও ১৪।
ক্রাইস্টচার্চের হেগলে ওভালে তাই এখন থেকেই পৃথ্বী শ-কে বাদ দেওয়ার দাবি উঠে গেল। দুরন্ত ফর্মে রয়েছেন আইপিএলে কেকেআরে খেলা শুবমান গিল। ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রতি নেটিজেনদের বার্তা শুবমানকে ফেরানো হোক। বলা হচ্ছে, বিদেশের সুইং কণ্ডিশনে পৃথ্বী শ-এর দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে।
কিউয়ি সিমারদের সামনে বারেবারেই ধরা পড়ে গিয়েছেন মুম্বইকর। প্রথম ইনিংসে টিম সাউদির দুরন্ত ডেলিভারিতে ফিরতে হয়েছিল। দ্বিতীয় ইনিংসে পৃথ্বী-কে ফেরান বোল্ট।
সাম্প্রতিককালে ব্য়াট হাতে রানের মধ্যে রয়েছে শুবমান। তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে সমস্ত ধরনের ম্যাচে ২৭ ইনিংসে ১৪০৪ রান করেছেন। এর মধ্যে চারটে শতরান সহ নটা অর্ধশতরানও রয়েছে। ভারতীয় কন্ডিশনে দ্বিশতরান করারও কৃতিত্ব রয়েছে। বিদেশের মাটিতে ৭ ইনিংস খেলেছেন শুবমান। দুটো ডাবল সেঞ্চুরি এবং একটা অর্ধশতরান সহ ৭২৯ রান করেছেন তিনি। গড়ও চমকে দেওয়ার মতো ১৪৫.৮।
প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পরে পৃথ্বী শ-কে ক্রাইস্টচার্চে বাইরে রেখে শুবমানকে খেলানো হয় কিনা, সেটাই দেখার।