/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Team-India-Mumbai-Indians.jpg)
কেপটাউনের নিউল্যান্ডসে ভারত নেমেছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে। ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে চলাকালীন হঠাৎই নেট দুনিয়ায় ব্যাপক বিদ্রুপের শিকার মুম্বই ইন্ডিয়ান্স। টিম ইন্ডিয়ার প্ৰথম একাদশ ঘোষণা করার সময় কোহলিকে ক্যাপ্টেন লিখে শেয়ার করা হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার প্রোফাইলে। তারপরেই ব্যাপক ট্রোলড তারকা ফ্র্যাঞ্চাইজি।
সিরিজের ফয়সালা আগেই হয়ে যাওয়ায় কেএল রাহুলের নেতৃত্বাধীন দলের প্ৰথম একাদশে একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। টসের সময়েই ক্যাপ্টেন রাহুল দলে চার বদলের কথা ঘোষণা করেন।
আরও পড়ুন: তৃতীয় ODI-তে একসঙ্গে চার বদল টিম ইন্ডিয়ার! বাদ পড়লেন একাধিক তারকা
আর ভারতের সেই দল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার পেজ থেকে। তবে অন্তর্বর্তীকালীন অধিনায়ক কেএল রাহুলকে নয়, বরং বিরাট কোহলিকে অধিনায়ক বলে দেওয়া হয় সেই টুইটে। এরপরে নেটিজেনদের হাসি ঠাট্টার মুখে পড়ে সেই টুইট মুছে দিতে বাধ্য হয় তারকাখচিত ফ্র্যাঞ্চাইজি।
— Rdk 🇮🇳 🇮🇳 (@Goatcheeku_18) January 23, 2022
MI ka admin is RCBian.😭😭
— Diksha Gandhi (@Dikshkyaoon) January 23, 2022
Welcome To Virat Fc Admin @mipaltan 😇 pic.twitter.com/rjgEfot05H
— . (@Gavii_Szn) January 23, 2022
Even Mumbai Indians knows who the real captain is ♥️ 3rd ODI#INDvsSApic.twitter.com/hy6T5tXae9
— 👑🔔 (@superking1814) January 23, 2022
@mipaltan 🤡 pic.twitter.com/1eUMIY9buF
— ʟɪʙɪɴ 🅼🆂🅳_ 𝐉𝐨𝐬𝐞𝐩𝐡 𝐕𝐣 ᴮᵉᵃˢᵗ (@itzz_UserMac10) January 23, 2022
যাইহোক, প্ৰথম দুই ম্যাচে একই একাদশ খেলিয়েছিল ভারত। তৃতীয় একদিনের ম্যাচে বাদ পড়লেন ভেঙ্কটেশ আইয়ার, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুর। প্ৰথম একাদশে চার তারকার পরিবর্তে খেলানো হচ্ছে সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ এবং দীপক চাহারকে।
Correction hogayi?😂😔
— MJ (@aye_Ziindagi) January 23, 2022
Deleted 😜🤩🤩 pic.twitter.com/kxPgNpHoUD
— Sakthi Surya 🔥 (@TheSakthiSuriya) January 23, 2022
@mipaltan Know The Ball🐐 pic.twitter.com/fz0k9Sx4Ri
— G. O. A. T 🇮🇳 (@VijayVk_) January 23, 2022
টসে জেতার পরে কেএল রাহুল বলেছেন, "উইকেট দেখে ভালই মনে হচ্ছে। প্ৰথমে বেশ কয়েকটা উইকেট তুলতে হবে। আমরা সকলেই পেশাদার। ফলাফল যাই হোক না কেন, আমরা প্রত্যেক ম্যাচেই দলগতভাবে উন্নতি করতে চাই। জোড়া হার সত্ত্বেও দলের এনার্জি বেশ ভাল। সকলেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।"
"আশা করি, বল হাতে আমরা ভালোই শুরু করব। আগের দুই ম্যাচে কী হয়েছে, তা আমরা ভুলে গিয়েছি। আজকে নতুন দিন, নতুন পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামছি।"
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন