'আমার শহরকে এভাবে দেখব কোনোদিন ভাবি নি', টুইটার পোস্ট সৌরভের

"কোনোদিন ভাবি নি আমার শহরের এই চেহারা দেখব... নিরাপদ থাকুন... শিগগিরই অবস্থার উন্নতি হবে... সকলকে ভালোবাসা..."

"কোনোদিন ভাবি নি আমার শহরের এই চেহারা দেখব... নিরাপদ থাকুন... শিগগিরই অবস্থার উন্নতি হবে... সকলকে ভালোবাসা..."

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly Sana Ganguly

মেয়ে সানার সঙ্গে সৌরভ (ডোনা গঙ্গোপাধ্যায়/ফেসবুক)

বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মঙ্গলবার বলেছেন, তাঁর শহর কলকাতায় যুগপৎ করোনাতঙ্ক এবং দেশব্যাপী লকডাউনের জেরে যেভাবে ফাঁকা হয়ে গিয়েছে রাস্তাঘাট, এমনটা কোনোদিন দেখবেন বলে ভাবেন নি তিনি।

Advertisment

নিজের টুইটার পেজ-এ শহরের জনমানবহীন রাস্তার ছবি দিয়ে সৌরভ লেখেন, "কোনোদিন ভাবি নি আমার শহরের এই চেহারা দেখব... নিরাপদ থাকুন... শিগগিরই অবস্থার উন্নতি হবে... সকলকে ভালোবাসা..."

Advertisment

এর আগে গত বুধবার ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে সৌরভ লেখেন, "করোনা-আতঙ্ক: এখন বিকেল পাঁচটা..কোনও কাজ ছাড়াই লাউঞ্জে বসে আছি.. শেষ কবে এই সুযোগ পেয়েছি, মনে পড়ে না।"

করোনা-আশঙ্কায় আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে আগামি ১৫ এপ্রিল পর্যন্ত, যদিও তা এবছর আদৌ অনুষ্ঠিত হতে পারবে কিনা, তা নিয়ে ঘনীভূত হচ্ছে আশঙ্কা। বন্ধ দেশের সমস্ত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। একপ্রকার বন্ধই মুম্বইয়ে বিসিসিআই-এর সদর দফতর। কর্মীদের বলা হয়েছে বাড়ি থেকে কাজ করতে। এই আবহ চূড়ান্ত ব্যস্ততার মাঝে ক্ষণিকের অবসর এনে দিয়েছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে।

অন্যদিকে COVID-19 মহামারীর দাপটে সারা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা বর্তমানে সরকারিভাবে প্রায় ৫০০, মৃত্যু হয়েছে ন'জনের।

দুনিয়া জুড়ে করোনার প্রকোপে বাতিল অথবা স্থগিত হয়েছে ছোটবড় প্রায় সবরকম ক্রীড়ানুষ্ঠান।

Sourav Ganguly coronavirus