Advertisment

Jay Shah on Head coach: শ্রীলঙ্কা সফরেই বড়সড় আপডেট! বিশ্বকাপ জয়ের পরেই রোহিত-বিরাটকে নিয়ে মুখ খুললেন জয় শাহ

India vs Zimbabwe: সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার জন্য গৌতম গম্ভীরের নাম প্রায় পাকা হয়ে গিয়েছে। গত মাসেই ক্রিকেট উপদেষ্টা কমিটি গম্ভীর এবং ডব্লিউ ভি রামনের ইন্টারভিউ পর্ব সমাপ্ত করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
BCCI secretary Jay Shah has confirmed that the seniors will continue to form the core of the ODI and Test squads. (PTI)

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিশ্চিত করেছেন যে সিনিয়ররা ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডের মূল গঠন অব্যাহত রাখবে। (পিটিআই)

Jay Shah on Team India: টি২০ ওয়ার্ল্ড কাপ পর্ব আপাতত শেষ। এবার জিম্বাবোয়ে এবং তারপর শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পর শ্রীলঙ্কা সফর থেকেই নতুন কোচ দায়িত্ব নেবেন টিম ইন্ডিয়ার। এমনটাই সোমবার জানালেন বোর্ড সচিব জয় শাহ।

Advertisment

তবে দ্রাবিড়ের উত্তরসূরি কে হচ্ছেন, সেই বিষয়ে মুখ খোলেননি তিনি। জানা যাচ্ছে, সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার জন্য গৌতম গম্ভীরের নাম প্রায় পাকা হয়ে গিয়েছে। গত মাসেই ক্রিকেট উপদেষ্টা কমিটি গম্ভীর এবং ডব্লিউ ভি রামনের ইন্টারভিউ পর্ব সমাপ্ত করেছে।

শ্রীলঙ্কা সফরের আগে শুভমান গিলের নেতৃত্বে একদম তরুণ এক ভারতীয় স্কোয়াড রওনা দেবে জিম্বাবোয়ে সফরে। জুলাইয়ের ৬ তারিখ থেকে শুরু হবে জিম্বাবোয়ে সিরিজ। জুলাইয়ের ২৭ থেকে ছয় ম্যাচের শ্রীলঙ্কা সফর শুরু হবে।

বার্বাডোজে মিডিয়ায় জয় শাহ বলে দিয়েছেন, "কোচ এবং নির্বাচকদের নিয়োগ খুব শীঘ্রই শুরু হবে। সিএসি (ক্রিকেট এডভাইসারি কমিটি) ইন্টারভিউয়ের পর দুজনের নাম চূড়ান্ত করেছে। সেই বাছাই নামের নিয়ে মুম্বইয়ে ফিরে সেই অনুযায়ী কাজ করব। ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে যাচ্ছেন হেড কোচ হিসেবে। তবে শ্রীলঙ্কা সিরিজে শীঘ্রই নতুন কোচ দায়িত্ব নেবেন।"

রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়রদের উপস্থিতিতে টিম ইন্ডিয়া দীর্ঘ ১১ বছর পর আইসিসি ট্রফি খরা কাটিয়েছে। দুজন সিনিয়র তারকাকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জয় শাহ। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান স্কোরার তিনি। বিরাট কোহলি আবার ৫৯ বলে ৭২ করে ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন। ভারতের বিশ্বজয়ের পরেই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন।

জয় শাহ বলেছেন, "২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপে আমরা সমস্ত ম্যাচ জিতেছিলাম। শুধু ফাইনলে অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো খেলেছিল। এবার আমরা আরও পরিশ্রম করে আরও ভালো খেলার পথে হেঁটেছি। অন্য দলের ক্ষেত্রেও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিরাট থেকে রোহিত- সকলেই নিজেদের ছাপিয়ে গিয়েছে। অভিজ্ঞতা অনেক কিছু ফারাক গড়ে দেয়। বিশ্বকাপের মত ইভেন্টে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে না।"

"একজন ভালো ক্রিকেটার জানেন কোন সময়ে অবসর ঘোষণা করতে হয়। গতকালেই আমরা সেটা দেখেছি। রোহিতের স্ট্রাইক রেট দেখা যাক। অনেক তরুণ ক্রিকেটারদের থেকেও ভালো।"

জয় শাহ আরও জানাচ্ছেন, রোহিত-বিরাটের অবসরের পর রূপান্তর পর্ব চালু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ায়। আমাদের সেরার সেরা বেঞ্চ স্ট্রেন্থ রয়েছে। এই দলের মাত্র তিন-চারজন জিম্বাবোয়ে যাচ্ছে।"

জয় শাহ জানিয়েছেন, রোহিত-বিরাটরা আপাতত টেস্ট এবং ওয়ানডের ফরম্যাটে টিম ইন্ডিয়ার কোর গঠন করবেন। টিম ইন্ডিয়ার আপাতত টার্গেট আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারপর টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনাল। "আমাদের টার্গেট আপাতত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। একই ধরণের স্কোয়াড ওই দুই ইভেন্টে খেলবে। সিনিয়ররাও থাকবেন।" জানিয়েছেন জয় শাহ।

Indian Team Jay Shah Virat Kohli Rohit Sharma BCCI Indian Cricket Team
Advertisment