Advertisment

এক ওভারে ছয় ছক্কা, কোহলিরা খেলতে নামার আগেই বিস্ফোরণ

নর্দান ডিস্ট্রিক্টস টসে জিতে আগে ব্যাট করে ২১৯/৭ সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে ক্যান্টারবুরির সংগ্রহ ছিল ১৫৬/৩।

author-image
IE Bangla Web Desk
New Update
Lio Carter

বিস্ফোরক মেজাজে লিও কার্টার (টুইটার)

কয়েকঘণ্টা পরেই খেলতে নামছেন কোহলিরা। তার আগেই মাঠে বিস্ফোরণ ঘটিয়ে ফেললেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লিও কার্টার। ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে ছয় বলে ছটি ছক্কা হাকালেন। বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে এই বিরল কীর্তির মালিক হয়ে গেলেন কিউয়ি ব্যাটসম্যান। ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশ-এ ক্যান্টারবেরি বনাম নর্দার্ন নাইটসের ম্যাচ চলছিল। সেই ম্যাচেই ক্যান্টারবেরির জার্সিতে বিধ্বংসী ফর্মে পাওয়া গেল লিওকে।

Advertisment

ইনিংসের ১৬তম ওভারে বোলিং করছিলেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার অ্যান্টন ডেভসিচ। তাঁর বলেই মেজাজে ব্যাট করে ছয় ছক্কা হাকালেন কিউয়ি তারকা। পুরো ওভার থেকে স্কোরবোর্ডে যোগ করলেন ৩৬ রান। শেষ পর্যন্ত কার্টার মাত্র ২৯ বলে ৭৬ রান করে যান। তাঁর ইনিংস সাজানো সাতটা ছক্কা ও তিনটে বাউন্ডারিতে।

আরও পড়ুন কেকেআরের নজরে ইউসুফ পাঠান! তালিকায় রয়েছেন আরও তারকারা

নর্দান ডিস্ট্রিক্টস টসে জিতে আগে ব্যাট করে ২১৯/৭ সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে ক্যান্টারবুরির সংগ্রহ ছিল ১৫৬/৩। ৩০ বলে প্রয়োজন ছিল ৬৪ রান। ১৬তম ওভারে বল করতে আসেন জাতীয় দলে খেলা কিউয়ি অলরাউন্ডার অ্যান্টন ডেভসিচ। বাকিটা ইতিহাস।

আরও পড়ুন আজই শুরু হচ্ছে আইপিএল, সকলের অজান্তে

তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করেই ক্যান্টারবেরি প্রতিপক্ষ নর্দার্ন নাইটস-এর ২২০ রান তুলে দেয় এক ওভার এক বল বাকি থাকতে। এর আগে যে ছয় ব্যাটসম্যান ছয় ছক্কা হাকিয়েছেন তাঁরা হলেন- গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), রবি শাস্ত্রী (ভারত), হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা), যুবরাজ সিং (ভারত), রস হোয়াইটলি (ওয়েস্ট ইন্ডিজ) এবং জাজাই (আফগানিস্তান)। এছাড়াও টানা ছয় বলে ছয় ছক্কা হাকানোর নজির রয়েছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলসের। সেই তালিকাতেই এবার নাম লেখালেন লিও কার্টার। সবমিলিয়ে টি২০তে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন।

Read the full article in ENGLISH

cricket New Zealand
Advertisment