টিম সাউদি! নাম উঠলেই কার চেহারা মাথায় আসে? অধিকাংশ ক্রিকেটপ্রেমী বলবেন, সুইংয়ের জাদুকরী বোলারকে। যিনি সুইং নির্ভর পরিবেশ পেলে যে কোনও ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরিয়ে দিতে পারেন। তবে ব্যাট হাতেও সমান ভয়ঙ্কর তিনি। অন্তত, শনিবারের পরে সকলেই একবাক্যে স্বীকার করে নিতে বাধ্য থাকবেন এই কথা। ব্যাট হাতেই তিনি এবার ছুঁয়ে ফেললেন শচীন তেন্ডুলকরকে। আশ্চর্য লাগলে, এমনটাই সত্যি। জানাচ্ছে পরিসংখ্যান। টেস্টে ছক্কা হাঁকানোর সংখ্যায় তিনি এবার স্পর্শ করে ফেললেন ক্রিকেটের ঈশ্বরকে।
টেস্টে শচীন ও সাউদি দু-জনেই ৬৯টি ছক্কা হাকিয়েছেন। তবে শচীনের যেখানে লেগেছিল ২০০ ম্যাচ। সেখানে সাউদি ছক্কা হাঁকিয়েছেন মাত্র ৬৬টি ম্যাচ। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওভার বাউন্ডারির সংখ্যায় সাউদি ১৭তম।
আরও পড়ুন বাংলাদেশের হেড কোচ হলেন রাসেল ডমিঙ্গো! চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি-র
বৃহস্পতিবার নিউজিল্যান্ড ইনিংসের ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে সাউদি ১৯ বলে ১৪ রান করেন। গল টেস্টে নিজের ইনিংস খেলার সময়েই ধনঞ্জয় ডিসিলভাকে বিশাল ছক্কা হাঁকিয়ে শচীনের রেকর্ডের পাশে বসে পড়েন কিউয়ি তারকা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৪৯ রানে অল আউট হয়ে যান।
এবার পরিসংখ্যানে চোখ রাখা যাক। টেস্টে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড সাউদিরই স্বদেশীয় ব্রেন্ডন ম্যাকালামের দখলে। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলেছেন তিনি। এর মধ্যে ১০১ ম্যাচে ১০৭টি ওভার বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। ৯৬ ম্যাচে ১০০ ছক্কা মেরে এই তালিকার দ্বিতীয় স্থানেও একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। অ্যাডাম গিলক্রিস্ট রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে।
এরপর এই তালিকায় পরপর রয়েছেন ক্রিস গেইল (১০৩ ম্যাচে ৯৮ ছক্কা), জাক কালিস (১৬৬ ম্যাচে ৯৭ ছক্কা) এবং বীরেন্দ্র শেওয়াগ (১০৪ ম্যাচে ৯১ ছক্কা)।