Advertisment

Fastest Double Century in List A Cricket: ভারতীয়ের করা দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে চুরমার! চার-ছক্কার ঝড়ে বিস্ফোরক রেকর্ড

Fastest Double Century in List A Cricket: ভারতের লিস্ট-এ ক্রিকেটে এন জগদিশন অরুণাচলের বিরুদ্ধে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে গেল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Chad Bowes double century

Chad Bowes: দ্রুততম দ্বিশতরানের কীর্তি গড়লেন চ্যাড বয়েস (টুইটার)

Fastest Double Century in List A Cricket: ঘরোয়া ফোর্ড কাপ টুর্নামেন্টে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন নিউজিল্যান্ড ব্যাটার চ্যাড বয়েস। ওতাগো ভোল্টস বোলারদের চার-ছক্কা হাঁকিয়ে ছত্রখান করে দিলেন তিনি। ক্যান্টারবেরি কিংসের হয়ে ব্যাট করতে নেমে এতদিন নিষ্প্রভ থাকা ব্যাটার ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাত্র ১০৩ বলে।

Advertisment

রেকর্ড গড়ার পথে বাওয়েস ২৭ বাউন্ডারি এবং সাতটা ওভার বাউন্ডারি হাঁকান। ৫০ ওভারে তাঁর বিধ্বংসী ব্যাটে ভর করেই ক্যান্টারবেরি স্কোরবোর্ডে ৩৪৩/৯ তুলে দেয়। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকানোর নজির যুগ্মভাবে দখলে ছিল ভারতের এন জগদিশন এবং অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের।

শেষপর্যন্ত তিনি ১১০ বলে ২০৫ করে আউট হয়ে যান। এই টুর্নামেন্টে এটা আপাতত দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শীর্ষে রয়েছে ২০১২/১৩ সিজনে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে জেমি হাওয়ের ২২২। তাৎপর্যপূর্ণভাবে ডান হাতি এই তারকা ব্যাটার কিউইদের হয়ে জাতীয় দলে ছয়টা ওয়ানডে এবং ১১টি টি২০ ম্যাচ খেলেছেন। সবকটি ম্যাচ-ই ২০২৩-এ।

১০০তম লিস্ট-এ ম্যাচ খেলতে নেমেই রেকর্ডের বন্যা বইয়ে যান তিনি। সেঞ্চুরি এসেছিল মাত্র ৫৩ বলে। টুর্নামেন্টের ইতিহাসে যা সেরা পাঁচ দ্রুততম শতরানের একটি। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রস টেলর এই টুর্নামেন্টে ২০২১/২২ সিজনে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে।

দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত বাওয়েস কেরিয়ার শুরু করেছিলেন প্রোটিয়াজ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে। ২০১৫-এ পাকাপাকিভাবে চলে আসেন নিউজিল্যান্ডে। ২০১২-এ যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকান যুব দলের ক্যাপ্টেনও ছিলেন।

সেই সংস্করণের অন্যতম সেরা রান সংগ্রাহক হিসাবে ফিনিশ করেন টুর্নামেন্ট।

লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান হাঁকানো ক্রিকেটারদের তালিকা:

১০৩ বল - চ্যাড বোয়েস বনাম ওটাগো, ২০২৪

১১৪ বল - ট্র্যাভিস হেড বনাম কুইন্সল্যান্ড, ২০২১ ১১৪ বল – নারায়ণ জগদিশন বনাম অরুণাচল প্রদেশ, ২০২২

READ THE FULL ARTICLE IN ENGLISH

cricket New Zealand Cricket News New Zealand Cricket Team
Advertisment