আর কয়েক মাস পরেই বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় শো-পিস ইভেন্ট শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। কিউয়ি ক্যাপ্টেন কাঁধে মারাত্মক চোট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। গত রবিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় চোট পান উইলিয়ামসন। ব্যাট করার সময় তিনি চোটে কাবু হয়ে পড়েন। এরপরেই তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটের জন্য ব্যাটিংয়ের সময় দু'বার মেডিক্যাল স্টাফেদের সাহায্য নিতে হয় তাঁকে। কিউয়ি দলের এক সদস্য জানিয়েছেন যে, সতর্কতার জন্যই কেনের স্ক্যান করা হয়েছে। কিন্তু তাঁর এই চোট গুরুতর প্রমাণিত হলে বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় দেখা যেতে পারে। যদিও এই চোট নিয়েই উইলিয়ামসন ১০৫ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন। ১১টি চার ও একটি ছয় মেরেছেন। তাইজুল ইসলামের বলে আউট হয়ে যান। এটা বলে দেওয়ার কোনও অপেক্ষা রাখে না, উইলিয়ামসনকে না-পেলে বিশ্বকাপে রীতিমতো চাপে পড়ে যাবে নিউজিল্যান্ড। কারণ তিনি দলের ও এই পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন।
আরও পড়ুন: আইসিসি অ্যাওয়ার্ডস: অনন্য স্বীকৃতি পন্থের, কী পেলেন ফিঞ্চ-উইলিয়ামসনরা?
বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনদের ঘরের মাঠেই হচ্ছে খেলা। হ্যামিলটনের সেডান পার্কে কিউয়িরা প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে জিতেছে। সোমবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চতুর্থ দিনে পা দিল দ্বিতীয় টেস্টের খেলা। দিনের শেষে বাংলাদেশ ১৪১ রানে পিছিয়ে আছে। আগামি শনিবার থেকে ক্রায়েস্টচার্চের হেগলে ওভালে সিরিজের শেষ ও তৃতীয় টেস্ট শুরু হবে।