Advertisment

ICC World Cup 2019, New Zealand vs South Africa Highlights: উইলিয়ামসনের সেঞ্চুরিতে প্রোটিয়া বধ কিউয়িদের

ICC World Cup 2019, new zealand vs south africa 2019 Highlights : একেই বলে অধিনায়কোচিত ইনিংস। কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারাল নিউজিল্যান্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
new zealand, SAvsNZ, new zealand, new zealand vs south africa 2019 Live Score: ICC World Cup 2019 new zealand vs south africa Live Score, new zealand vs south africa Live Scorecard

new zealand, SAvsNZ, new zealand, new zealand vs south africa 2019 Live Score: ICC World Cup 2019 new zealand vs south africa Live Score, new zealand vs south africa Live Scorecard

ICC World Cup 2019, New Zealand vs South Africa: একেই বলে অধিনায়কোচিত ইনিংস। কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারাল নিউজিল্যান্ড। মন জয় করে নিলেন কেন।

Advertisment

এজবাস্টনে টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আমলা (৫৫) আর ডুসেনের (৬৭) ব্য়াটে দক্ষিণ আফ্রিকা ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৪১ রান তুলেছিল তারা। নাটকীয় ম্যাচে ৩ বল বাকি থাকতেই চার উইকেটে জিতল কিউয়িরা।

New Zealand vs South Africa Highlights : New Zealand vs South Africa 2019 World Cup 2019

চার বছর আগে গ্র্য়ান্ট এলিয়টের হাতে নাটকীয়ভাবে বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। সেই বদলার প্রতিশোধ নিতেই ফুটছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এদিন এলিয়ট হয়ে উত্তীর্ণ হলেন উইলিয়ামসন। কী অসাধরাণ ম্যাচটাই না দেখল বাইশ গজ

Live Blog














00:29 (IST)20 Jun 19





















উইলিয়ামসনের ব্যাটে প্রোটিয়া বধ কিউয়িদের

৬ বলে প্রয়োজন ছিল ৮ রান। আন্দিলে ফেহলুকোওয়ায়োকে বল তুলে দিয়েছিলেন ফাফ। প্রথম বলটাই ফেস করেছিলেন স্যান্টনার।  কোমর বরাবর শর্ট বল তিনি ডিপ মিডউইকেটে পুশ করে সিঙ্গেল নিয়ে কেনকে স্ট্রাইক দেন। কিউয়ি ক্যাপ্টেন ফেহলুকোওয়ায়োর দ্বিতীয় বলটাই হাঁটু গেড়ে বসে মিড উইকেটের ওপর দিয়ে ওভার বাউন্ডারিতে পাঠালেন। আর এই ছক্কাতেই নিজের সেঞ্চুরি পূরণ করে দলকে জয়ের রাস্তা দেখিয়ে দিলেন। আর তার পরের বলে চার মেরেই গ্যালারি মাতিয়ে দিলেন। প্রমাণ করে দিলেন স্টিভ স্মিথ, বিরাট কোহলিদের সঙ্গেই কেন তাঁর নামটাও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখা হয়!

00:17 (IST)20 Jun 19





















৬ বলে প্রয়োজন ৮ রান

৫০ ওভারের ম্য়াচ না টি-২০, এখন বোঝা দায়! শেষ ৬ বলে প্রয়োজন ৮ আর। রুদ্ধশ্বাস ম্যাচ দেখছে বার্মিংহ্য়াম। টানটান উত্তেজনা। ফাফ আলোচনা করছেন তাঁর বোলারদের সঙ্গে। গ্রান্ডহোম ফিরে যাওয়ায় ক্রিজে এসেছেন মিচেল স্য়ান্টনার। তাঁর সঙ্গে আলোচনা করছেন কেন। এখন দেখার শেষ হাসি কে হাসে!

00:09 (IST)20 Jun 19





















১২ বলে প্রয়োজন ১৪ রান

৩৯ বলে ঝকঝকে ফিফটি গ্রান্ডহোমের, দুরন্ত সঙ্গ দিলেন কেনকে

23:49 (IST)19 Jun 19





















৩৬ বলে প্রয়োজন ৪৩ রান

জয়ের রাস্তায় নিউজিল্যান্ড। উইলিয়ামসনই দলের পরিত্রাতা হতে চলেছেন। এমনটাই  ইঙ্গিত তাঁর ব্য়াটে। গ্রান্ডহোমও যোগ্য় সঙ্গত দিচ্ছেন তাঁকে। বোঝাই যাচ্ছে ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাত থেকে প্রায় বেরিয়েই গিয়েছে। প্রোটিয়ারা মোমেন্টামটা ধরে রাখতে পারল না।

23:23 (IST)19 Jun 19





















মরিস শো

৩৭ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল নিউজিল্য়ান্ড। মরিসের বলেই আউট হয়ে ফিরতে হয়েছে নিশামকে। এখন উইলিয়ামসনের সঙ্গে কলিন ডে গ্রান্ডহোম রয়েছেন ক্রিজে। ম্যাচ এখন ফিফটি-ফিফটি বলা যায়। প্রোটিয়ার দ্রুত আরও দুটি উইকেট তুলে নিতে পারলে কিন্তু ম্যাচ কিউয়িদের হাত থেকে বেরিয়ে যাবে।

22:44 (IST)19 Jun 19





















অধিনায়কোচিত

ফিফটি করলেন কেন উইলিয়ামসন। ২৯ ওভারে ১২০ রান তুলল নিউজিল্যান্ড। কেনের ব্যাটের দিকেই চোখ সবার।

22:34 (IST)19 Jun 19





















১০০ পার করে গেল নিউজিল্যান্ড

চার উইকেট হারানোর ধাক্কা সামলে কিছুটা হলেও থিতু হয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন সংযমের সঙ্গে স্ট্রাইক রোটেট করছেন। চেষ্টা করছেন নিশামও। ২৭ ওভারের খেলা শেষ। নিউজিল্যান্ড ১০৯ রান তুলল। ২২ ওভারে আর ১৩৩ রান প্রয়োজন তাদের। হাতে রয়েছে ৬ উইকেট।

22:04 (IST)19 Jun 19





















মরিস ইজ অন ফায়ার

আবার মরিস! প্রোটিয়াদের বিশ্ববন্দিত বোলিং অ্যাটাক আজ কথা বলছে। আগুন জ্বালছেন ক্রিস মরিস। টেলরের পর এবার ল্যাথামকে ফেরালেন তিনি। এবারও সেই উইকেটের পিছনে ক্যাচ আউট হলেন ব্যাটসম্যান। ১৯ ওভারে ৮৪ রান তুলতে গিয়ে চার উইকেট হারাল কিউয়িরা। প্রোটিয়ারা তাদের মাথার ওপর চেপে বসেছে। এখন জিমি নিশামের সঙ্গে উইলিয়াসমনকে ক্রিজে সময় কাটাতে হবে অনেকটা। একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। নাহলে কিন্তু চাপে পড়ে যাবে ব্ল্যাক ক্যাপস।

21:57 (IST)19 Jun 19





















ম্য়াচে ফিরল দক্ষিণ আফ্রিকা

টেলর এলেন আর গেলেন! গাপটিলের পর এবার টেলর। ক্রিস মরিসের লেগ সাই়ডের বাইরের বল ফ্লিক করতে গিয়ে কুইন্টন ডি ককের হাতে উইটেকেটের পিছনে ধরা পড়ে গেলেন। টম ল্যাথাম এলেন ক্রিজে। ১৮ ওভারে নিউজিল্যান্ড তুলল ৮০ রান। ম্যাচে দারুণ ভাবে ফিরল ফাফ অ্যান্ড কোং।

21:46 (IST)19 Jun 19





















পড়ে পাওয়া চোদ্দ আনা

হিট উইকেট! আধুনিক ক্রিকটের বিরল দৃশ্যের সাক্ষী থাকল বিশ্বকাপ। বার্মিংহ্যামে হিট উইকেট হলেন গাপটিল। আন্দিলে ফেহলুকোওয়ায়োর বলে হুক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পা দিয়ে উইকেট ভেঙে দিলেন গাপটিল। নিজেও মানতে পারছিলেন না আউটটি। হাসতে হাসতেই হতাশা মেনে নিলেন তিনি। নিউজিল্যান্ড ১৫ ওভারে ৭২ রান তুলল ২ উইকেট হারিয়ে। এখন উইলিয়ামসনের সঙ্গে রস টেলর।

21:15 (IST)19 Jun 19





















কিউয়িরা ছন্দে

উইলিয়ামসন একটা দিক ধরেছেন, ফলে মার্টিন গাপটিল মারমুখী মেজাজে উত্তীর্ণ হয়েছেন। ৯ ওভারের খেলা হয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৪১ রান তুলে ফেলল। ফাফ চাইবেন ক্রিস মরিসের থেকে একটা উইকেট। এরপর ইমরান তাহিরের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চাইবেন তিনি।

20:48 (IST)19 Jun 19





















মানরো আউট

কাগিসো রাবাদা দিলেন ঝটকা! কলিন মানরো ইনসাইড এজ হয়ে যান। প্যাডে লেগে বল শূন্যে  উঠে যায়। ফলোথ্রুতে রাবাদা ছুটে এসে ক্যাচটি নিয়ে নেন। দুরন্ত অ্যাথলেটিসিজম বলাই যায়। তিন ওভারের খেলা শেষ। নিউজিল্যান্ড এক হারিয়ে তুলেছে ১৫ রান। ক্রিজে গাপটিলের নতুন সঙ্গী কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।

20:39 (IST)19 Jun 19





















গাপটিল-মানরোতে শুরু কিউয়িদের

ওপেনিংয়ে সেই  চেনা জুটি। কলিন মানরো  আর মার্টিন গাপটিল। লুঙ্গি এনগিডি আর কাগিসো রাবাদার ওপেনিং স্পেল প্রোটিয়াদের।  প্রথম ওভারেই ৯ রান চলে এল নিউজিল্যান্ডের। দ্রুত উইকেট তোলার লক্ষ্য ফাফ দুপ্লেসির। এখন দেখার কিউয়ি ওপেনাররা  জয়ের মঞ্চ গড়ে দিতে পারেন কি না!

20:08 (IST)19 Jun 19





















ইনিংস ব্রেক

আমলা (৫৫) আর ডুসেনের (৬৭) ব্য়াটে দক্ষিণ আফ্রিকা ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৪১ রান তুলল। লোকি ফার্গুসন পেলেন তিন উইকেট। বোঝাই যাচ্ছে কিউয়িদের কাছে টার্গেট খুব একটা বড় নয়। ফলে প্রোটিয়া বোলারদের এদিন অসামান্য বোলিংটাই করতে হবে।

19:43 (IST)19 Jun 19





















২০০ পেরোল প্রোটিয়াজরা

অবশেষে ২০০ পেরোল দক্ষিণ আফ্রিকা। মিলার কিছুক্ষণ আগেই আউট হয়ে ফিরে গিয়েছেন। ৩৭ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন তিনি। ফার্গুসনের বলে বোল্টের হাতে ক্য়াচ তুলে বিদায় তাঁর। ক্রিজে দুসেন (৫২ বলে ৪৪) ও ফেলুকাওয়ে। মিলার-দুসেনের পার্টনারশিপে স্কোরবোর্ডে যুক্ত হয়েছিল ৭৪ রান। ৪৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২১০। ৪ উইকেটের বিনিময়ে। রীতিমতো স্লো ব্যাটিং প্রোটিয়াজদের। কিউয়ি বোলাররা আগাগোড়া আটোসাটো বোলিং করে চলেছেন। শেষ চার ওভারে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে কত তোলে, সেটাই আপাতত দেখার।

19:21 (IST)19 Jun 19





















মিলারের নজির

আমলার পরে এবার ডেভিড মিলার। ১২৫ ইনিংসে ওয়ান ডে-তে ৩০০০ রান পূর্ণ করে ফেললেন তিনি।

19:19 (IST)19 Jun 19





















মন্থর ব্যাটিং দক্ষিণ আফ্রিকার

৪০ ওভার শেষ দক্ষিণ আফ্রিকা ১৬৯। ৪ উইকেটের বিনিময়ে। ওভার পিছু সাড়ে ৪-এরও কম রান রেটে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে রয়েছেন ভ্যান ডার দুসেন (৪১ বলে ২৮) ও ডেভিড মিলার (১৮ বলে ১২)। শেষ দশ ওভারে রানের গতিবেগ না বাড়ালে স্কোরবোর্ডে ২৫০ রান তুলতেও সক্ষম হবে না প্রোটিয়াজরা। 

18:52 (IST)19 Jun 19





















আউট মারক্রাম

৫৫ বলে ৩৮ রান করে আউট মারক্রাম। নিউজিল্যান্ডকে চতুর্থ ব্রেক থ্রু এনে দিলেন গ্র্যান্ডহোম। গ্র্যান্ডহোমের বলে মুনরোর হাতে ক্যাচ তুলে বিদায় মারক্রামের। ৩৪ ওভার শেষে প্রোটিয়াজরা ৪ উইকেট হারিয়ে ১৪০।

18:28 (IST)19 Jun 19





















ম্যাচে ফেরালেন স্যান্টনার

18:24 (IST)19 Jun 19





















আউট আমলা

৫৫ রান করে স্যান্টনারের বলে বোল্ড হয়ে গেলেন হাসিম আমলা। এই নিয়ে দক্ষিণ আফ্রিকা ইনিংসের প্রথম ৩ ব্যাটসম্যানই বোল্ড আউট হলেন। ২৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১২। ৩ উইকেটের বিনিময়ে। ক্রিজে এলেন ভ্যান ডার দুসেন।

18:16 (IST)19 Jun 19





















হাফসেঞ্চুরি আমলার

দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে ১০০ রান তুলে ফেলল।  হাফসেঞ্চুরি করে ফেললেন আমলাও। ২৫.২ ওভার লাগল দলগতভাবে তিন অঙ্কের রানে পৌঁছতে। ২৬ ওভার শেষে প্রোটিয়াজরা ২ উইকেট হারিয়ে ১০২। ক্রিজে ব্যাট করছেন আমলা (৮১ বলে ৫৪) এবং মারক্রাম (৩৫ বলে ২২)। 

17:40 (IST)19 Jun 19





















লকির ধামাল

১৪৬ কিমির ইয়র্কার সামলাতে পারলেন না ডুপ্লেসিস। 

17:31 (IST)19 Jun 19





















বোল্ড ডুপ্লেসিস

ডিকক আউট হয়ে যাওয়ার পরে ডুপ্লেসিস-আমলারা খেলা ধরে নিয়েছিল। দুজনের পার্টনারশিপে হাফসেঞ্চুরিও হয়ে গিয়েছিল। এমন সময়েই লকি ফার্গুসনের ইয়র্কার সামলাতে না পেরে বোল্ড ডুপ্লেসিস (৩৫ বলে ২৩)। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৫৯, ২ উইকেটের বিনিময়ে।

17:28 (IST)19 Jun 19





















আমলার নজির

দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্য়াটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করে ফেললেন হাসিম আমলা। 

17:24 (IST)19 Jun 19





















৫০ পেরোলো দক্ষিণ আফ্রিকা

ডিকক আউট হওয়ার পরে সতর্ক ভঙ্গিতে ব্যাট করছেন আমলা (৩৯ বলে ২৮) ও ডুপ্লেসিস (৩১ বলে ১৮)। দুজনে স্কোরবোর্ডে অর্ধশতরান তুলে ফেললেন। তবে দক্ষিণ আফ্রিকার ৫০ পেরোতে লাগল ১৩ ওভার। ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ৫১।

16:39 (IST)19 Jun 19





















আউট ডিকক

শুরুতেই কামাল নিউজিল্যান্ড বোলারদের। দ্বিতীয় ওভারেই বোল্টের ইনসুইং সামলাতে না পেরে বোল্ড কুইন্টন ডিকক (৮ বলে ৫)। ডিককের সঙ্গে ওপেন করতে নেমেছেন আমলা (৩ বলে ৪)। ২ ওভার শেষ দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে ৯ রান তোলার ফাঁকেই খুইয়ে ফেলল প্রথম উইকেট।

16:11 (IST)19 Jun 19





















প্রথম একাদশ

16:09 (IST)19 Jun 19





















টসে জিতল কিউয়িরা

16:05 (IST)19 Jun 19





















টস আপডেট

টসে জিতলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিউয়িদের। শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা কত টার্গেট রাখে, সেটাই দেখার। 

15:58 (IST)19 Jun 19





















ওভার কমছে

ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে চারটের সময় খেলা শুরু হবে। খেলা হবে ৪৯ ওভারের। 

15:40 (IST)19 Jun 19





















আপডেট

ফের একবার পিছিয়ে গেল খেলা। বৃষ্টি না হলেও আউটফিল্ডের ঘাস এখনও সপসপে। তাই খেলা পিছিয়ে দেওয়া হচ্ছে বারবার। ভারতীয় সময় অনুযায়ী, ৪টার সময় টস করা হবে।

15:06 (IST)19 Jun 19





















খেলা পিছোল

বৃষ্টি হচ্ছে না। তবে খেলা পুনরায় পিছিয়ে গেল। আউটফিল্ডের ঘাস বেশ ভিজে এখনও। তবে আশার কথা, সূর্যের দেখা মিলেছে এজবাস্টনে।

14:45 (IST)19 Jun 19





















আপডেট

বৃষ্টি হচ্ছে না। পিচ থেকে কভার সরানো হল। আর কিছুক্ষণের মধ্যেই পিচ পরিদর্শনে আসবেন ম্যাচের আধিকারিকরা।

14:44 (IST)19 Jun 19





















গুপ্টিলের সামনে রেকর্ড

রেকর্ড হাতছানি দিচ্ছে তারকা কিউয়ি ব্যাটসম্যান মার্টিন গুপ্টিলকে। আর ৯৩ রান করলেই দ্বিতীয় নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করে ফেলবেন তিনি। এর আগে প্রথম কিউয়ি ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছিলেন স্টিভেন ফ্লেমিং। 

14:29 (IST)19 Jun 19





















বৃষ্টি আতঙ্ক

বার্মিংহ্যামে প্রোটিয়াজ বনাম কিউয়িদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। ভিজে আউটফিল্ডের কারণে টসের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার আফগানিস্তানকে একপেশেভাবে হারিয়েছে ইংল্যান্ড। প্রায় চারশো-র কাছাকাছি টার্গেট দেওয়ার পর পুরো পঞ্চাশ ওভার খেলেও বড় ব্যবধানে হারতে হয় রশিদ অ্যান্ড কোং-কে।
ICC New Zealand Cricket World Cup
Advertisment