Advertisment

Mohammad Kaif on New Zealand spinner Ajaz Patel: ভারতের ক্লাবগুলোতেও ওঁর থেকে ভালো বোলার রয়েছে! কিউই তারকাকে বিস্ফোরক অপমান এবার কাইফের

Mohammad Kaif on New Zealand spinner Ajaz Patel: স্যান্টনার মুম্বই টেস্টে খেলেননি। তবে তাঁর অনুপস্থিতিতে ঘাতক হিসাবে আবির্ভাব ঘটে আজাজ প্যাটেলের। তিনি এবং গ্লেন ফিলিপস মিলে ভারতকে ধসিয়ে দেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammad Kaif On Ajaz Patel

Mohammad Kaif On Ajaz Patel: কিউই দলকে নিয়ে মতামত জানালেন মহম্মদ কাইফ (টুইটার)

Mohammad Kaif on New Zealand spinner Ajaz Patel: পেস নয়, স্পিন অস্ত্রেই ভারতকে সিরিজে নাস্তানাবুদ করেছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনার ঘাতক হয়েছিলেন পুনে টেস্টে। মুম্বই টেস্টে খেলেননি তিনি। স্যান্টনারের জায়গায় ভারতকে ধসিয়ে দেন আজাজ প্যাটেল। স্যান্টনার-আজাজ প্যাটেল এবং গ্লেন ফিলিপস স্পিন ত্রয়ী ভারতকে বধ করে কিউইদের ঐতিহাসিক সিরিজ জয় এনে দিয়েছেন।

Advertisment

তবে সিরিজে ১৫ উইকেট নেওয়া আজাজ প্যাটেলকে ক্লাব স্তরের বোলার বলে দিচ্ছেন স্বয়ং মহম্মদ কাইফ। বছর দুয়েক আগে ভারত সফরে এসে আজাজ প্যাটেল এই মুম্বইয়েই ইনিংসে দশ উইকেট শিকার করে জিম লেকার, অনিল কুম্বলেদের পাশে বসে গিয়েছিলেন। এবার দুই ইনিংস মিলিয়ে ওয়াংখেড়েতে ১১ উইকেট নিয়ে আজাজ দলকে হোয়াইটওয়াশ সম্পন্ন করতে সাহায্য করেছে।

ওয়াংখেড়ের ম্যাচ সেরার পুরস্কার পাওয়া আজাজ প্যাটেলকে তবু বিশ্বমানের মানতে নারাজ কাইফ। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় কাইফ খুল্লামখুল্লা বলে দিয়েছেন, "গ্লেন ফিলিপস এবং আজাজ প্যাটেলকে নিয়ে কোনও মিথ্যা কথা বলছি না। দিল্লির আরপিএ একাডেমিতে প্রতিদিন অনুশীলনে যাই। সেখানে আজাজ প্যাটেলের মত স্পিনারদের দেখতে পাই রোজ। ওখানে আজাজ প্যাটেলদের মত বোলার রোজ পাওয়া যাবে। একদম সত্যি কথা বলছি। ওঁর বোলিংয়ের পিচ ম্যাপ দেখলেই ব্যাপারটা ধরা পড়বে। ওভারে দুটো করে ফুলটস, দুটো লেন্থ বল, দুটো শর্ট বল করছে। ওভারে দুটো ভালো বল করলেই আমাদের ব্যাটাররা আউট হয়ে যাচ্ছে।"

"গ্লেন ফিলিপস তো পুরোদস্তুর পার্টটাইম বোলার। ভালো ডেলিভারি কি সেই সম্পর্কে ওঁর কোনও ধারণাই নেই। টানা এতক্ষণ বোলিং কখনও করেনি ও। তাই ফুলটস, ফুলটস করেই চলছিল। কোয়ালিটি স্পিনার নয়, পার্ট টাইম স্পিনারদের কাছেই আমরা ম্যাচ হেরে বসছি। ওয়াংখেড়েতে আজাজ ২২ উইকেট নিয়েছে, এটা সকলকে বলতে দাও।"

"আজাজ প্যাটেল ঠিক মত বল ল্যান্ডিংও করাতে পারছিল না। ওভারে দুটো ভালো ডেলিভারি হলেই সেখানেই আমরা আউট হয়ে গিয়েছি। শেষ টেস্টে ম্যাচ হারা বিব্রতকর। পার্ট টাইম স্পিনারদের কাছে হারের জন্য এই টেস্ট আরও লজ্জার। তবে মিচেল স্যান্টনার কোয়ালিটি বোলার। পুনেতে যেভাবে ও বল করছিল, সেটা ক্ল্যাসিক স্পিনারের বৈশিষ্ট্য। তবে মুম্বই টেস্টে নিউজিল্যান্ড দলের কোনও কোয়ালিটি স্পিনার ছিল না।"

New Zealand Mohamad Kaif mohammed kaif New Zealand Cricket Team Mohammad Kaif
Advertisment