Advertisment

ধর্ষণের অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে, বাবা বলছেন সাজানো ঘটনা

হাতে আর ১২দিন। তারপরেই দেশের মাটিতে কোপা আমেরিকা খেলবেন নেইমার দ্য জুনিয়র। কিন্তু তার আগেই নেইমারের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। প্যারিসের একটি হোটেলে ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Neymar accused of rape

ধর্ষণের অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে, বাবা বলছেন সাজানো ঘটনা (ছবি-টুইটার)

হাতে আর ১২দিন। তারপরেই দেশের মাটিতে কোপা আমেরিকা খেলবেন নেইমার দ্য জুনিয়র। কিন্তু তার আগেই নেইমারের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। প্যারিসের একটি হোটেলে ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। সাও পাওলো পুলিশের কাছে সেই মহিলা নেইমারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের করেছেন। যদিও নেইমারের থেকে এ বিষয়ে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। নেইমারের বাবা নেইমার স্যান্টোস সিনিয়র বিষয়টিকে সাজানো ঘটনা বলেই ব্যাখ্যা দিয়েছেন।

Advertisment



ব্রাজিলের পুলিশের মামলার নথি অনুযায়ী গত ১৫ মে আনুমানিক রাত ৮টা ২০ নাগাদ নেইমার প্যারিসেরই একটি হোটেলে ধর্ষণ করেছেন। ঘটনার শিকার হওয়া নারীর এমনই অভিযোগ। তাঁর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। পুলিশের কাছে সেই মহিলা জানিয়েছেন যে, প্যারিস সাঁ জাঁ-র প্লেয়ার গাল্লোই নাকি সেই মহিলাকে প্যারিসে আসার টিকিট কিনে দেন এবং হোটেলে থাকার বন্দোবস্তও করে দেন।

আরও পড়ুন: প্র্যাকটিসে চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার, কী হয়েছে তাঁর?

মহিলার আরও অভিযোগ নেইমার পুরো মাতাল হয়েই হোটেলে এসেছিলেন। পুলিশের কাছে মহিলা নিজের বয়ানে বলেছেন, "একে অপরকে স্পর্শ করলেও একটি  নির্দিষ্ট সময় নেইমার আক্রমণাত্মক হয়ে ওঠেন। তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন।" এই ঘটনার দু'দিন পর মহিলা প্যারিস ছাড়েন। মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ে তিনি বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে সেই মহিলার মেডিক্যাল পরীক্ষা করা হবে।

নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র কিন্তু ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরোপুরি। তাঁর বক্তব্য অভিযোগকারী সেই নারীর সম্মতিতেই নেইমার তাঁর সঙ্গে যৌন সম্পর্কে আসেন। দু'জনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই নারী তাঁর আইনজীবীকে দিয়ে নেইমারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলে স্যান্টােস বলেছেন, "কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দ্রুত সত্য উদঘাটন হওয়া প্রয়োজন। নাহলে এটা বাড়তে পারে। প্রয়োজনে নেইমারের সঙ্গে সেই নারীর হোয়াটসঅ্যাপ মেসেজ তুলে ধরা হবে।"

brazil neymar
Advertisment