Advertisment

নেইমারের মত ফ্রিকিক মারতে পারবেন না, দেখেই জ্বলেপুড়ে ছাই এমবাপে, দেখুন ভিডিও

নেইমারের ফ্রিকিক দেখেই হাঁফিয়ে গেলেন এমবাপে, দেখুন ভিডিও

author-image
Subhasish Hazra
New Update
NULL

রোববার রাতে পিএসজি খেলতে নেমেছিল রেইমসের বিপক্ষে। সেই ম্যাচে নামার আগেই অনুশীলনে কিলিয়ান এমবাপে কার্যত আশ্চর্য হয়ে গেলেন অনুশীলনে। সতীর্থ নেইমারের ফ্রিকিক দেখে বিস্ময়ে অবিষ্ট হয়ে গেলেন তারকা। তাঁর প্রতিক্রিয়ার ছবি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

প্রাইম ভিডিও স্পোর্টস ফ্রান্সের তরফে একটি ভিডিও রিলিজ করা হয়েছে। যেখানে নেইমারকে দেখা যাচ্ছে, পেনাল্টি বক্সের বাইরে থেকে ফ্রিকিক নিচ্ছেন। দূরপাল্লার নেইমারের ফ্রিকিক আছড়ে পড়ল পেনাল্টি বক্সের টপ রাইট কর্ণারে। এমনকি দুর্ধর্ষ শট হাঁকানোয় চমকে যান গোলকিপারও। তিনি স্থানূর মত দাঁড়িয়ে পড়েন।

ঘটনাচক্রে, অনুশীলনের এই ফর্ম ম্যাচেও ধরে রাখলেন নেইমার। রেইমসের বিরুদ্ধে নেইমার দুরন্ত গোল করে যান। যদিও পিএসজি জিততে পারল না। ১-১ গোলে খেলা অমীমাংসিত রইল ম্যাচ। শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করে বসল পিএসজি।

আরও পড়ুন: আল নাসেরেই কি অবসর CR7-এর! হারের জন্য রোনাল্ডোকে দায়ী করা কোচের ফের বোমা

দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমার গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। ঠিক তারপরেই মিডফিল্ডার মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখায় পিএসজি ১০ জনে হয়ে যায়। একদম শেষদিকে পিএসজির জালে বল জড়িয়ে দেন ফোলারিন বলোগান। যিনি আর্সেনাল থেকে লোনে খেলতে এসেছেন রেইমসে।

এই নিয়ে শেষ তিন লিগ ম্যাচের দুটোতেই পয়েন্ট নষ্ট করল পিএজসি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল মেসিদের কাছে। তবে পুনরায় পয়েন্ট নষ্টে কপাল পুড়ল কোচ গ্যালতিয়েরের।

আরও পড়ুন: মেসির অ্যাসিস্টে দুর্ধর্ষ গোল নেইমারের, তবু রেইমস ম্যাচে হোঁচট খেল এমবাপের PSG

লিগে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে রয়েছে। লেন্স এবং মার্সেইলি রয়েছে যথাক্রমে ৪৫ এবং ৪৩ পয়েন্টে। লিগ ওয়ানে ১২ ম্যাচ অপরাজিত থাকার পরে রেইমস আপাতত এগারো নম্বর স্থানে।

পয়েন্ট নষ্ট করার পরে পিএসজি মিডফিল্ডার দানিলো পেরেরা জানিয়েছেন, "ম্যাচ নিয়ে কথা বলার মত জায়গায় নেই। আমাদের মানসিকতা বদলাতে হবে। যদি আমরা লক্ষ্য অর্জন না করতে পারি, তাহলে একসঙ্গে ভুগতে হবে সকলকে।"

Read the full article in ENGLISH

neymar PSG Kylian Mbappe
Advertisment