scorecardresearch

বড় খবর

PSG ড্রেসিংরুমে ঝামেলা লেগেছিল! বিষ্ফোরক স্বীকারোক্তিতে ঝড় তুললেন নেইমার

কেন ঝামেলায় জড়ালেন নেইমার, অবশেষে মুখ খুললেন তারকা

PSG ড্রেসিংরুমে ঝামেলা লেগেছিল! বিষ্ফোরক স্বীকারোক্তিতে ঝড় তুললেন নেইমার

মোনাকোর বিরুদ্ধে হারের পরেই ড্রেসিংরুমে পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে লেগে গিয়েছিল নেইমারের। সেই খবরই এবার স্বীকার করে নিলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড।

সেই খবর কনফার্ম করে নেইমার জানিয়েছেন, “হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল। সামান্য আলোচনা হল। আমাদের মধ্যে একটা বিষয়ে মতের অমিল হচ্ছিল। এটা ফুটবলের অংশ। প্রতিদিনই এমনটা হয়। এসব কিছুই পছন্দ করি।”

যদিও ৩১ বছরের সুপারস্টার জানিয়েছেন, ফরাসি সংবাদমাধ্যম একটু রং মাখিয়ে সংবাদ পরিবেশন করেছে। ফরাসি প্রচারমাধ্যম ল্য ইকুয়েপ-কে নিজেদের প্রতিবেদনে জানিয়েছিল, নেইমারকে ঠিকঠাক পাস না বাড়ানোর জন্য ব্রাজিলীয় তারকার রোষের মুখে পড়েন ভিতিনহা এবং হুগো একতিকে। শনিবার ১-৩ গোলে পরাস্ত হওয়ার পর লুইস ক্যাম্পোস সরাসরি বিষ্ফোরক হয়ে বলে দেন, দলের মধ্যে প্রতিদ্বিন্দিতাপূর্ণ মনোভাব-ই নেই। তাঁর এই বক্তব্যের পিএসজি ড্রেসিংরুমে ক্যাম্পোসের সঙ্গে লেগে যায় নেইমার এবং মার্কুইনহোসের।

নেইমার বলেছেন, “এটা অনেকটা আমার বান্ধবীর মত। স্রেফ ভালবাসা এবং বন্ধুত্বের নামই ফুটবল নয়। শ্রদ্ধা, সম্মান অবশ্যই থাকবে। তবে সেখানে মতানৈক্য থাকবেই। এতে খেলার মানের উন্নতি ঘটে। আমরা হারে অভ্যস্ত নই। তাই আমরা যখন ম্যাচ হারি, তখন সমস্যা হতেই পারে। আরও ভালো হওয়ার জন্যই এটা জরুরি।”

মঙ্গলবার প্যারিসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নামছে পিএসজি। সেই মহারণের আগে দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন নেইমার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Neymar opens mouth about fight with psg director luis campos after monaco defeat