নতুন করে তাজা বিতর্কের মধ্যে নেইমার। শনিবার মোনাকোর বিরুদ্ধে পিএসজির হারের পরেই নেইমার নাকি ঝামেলায় জড়ান একাধিক সতীর্থদের সঙ্গে। সেই সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পিএসজি ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে।
ফরাসি প্রচারমাধ্যম ল্য ইকুয়েপ-এ এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের নিশানায় পর্তুগিজ তারকা ভিতিনহা এবং তরুণ স্ট্রাইকার হুগো একতিকে। ম্যাচের পরে দুজনের উদ্দেশ্যেই ক্ষোভ উগরে দেন তিনি।
গেট ফুটবল নিউজ ফ্রান্স-এ অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, মোনাকোর কাছে হারের পরেই ক্যাম্পোস ফুটবলারদের একহাত নেন। মাঠে আগ্রাসন দেখাতে না পারার অভিযোগ তোলেন। যদিও নেইমার এবং মার্কুইনহোস ক্যাম্পোসের এমন অভিযোগে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: মেসির জন্যই আটকে এমবাপের ব্যালন ডি'অর! শত্রুতার কাঁটা সরিয়ে ফরাসি তারকাকে ফুলের মালা মার্টিনেজের
ম্যাচের পর কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের স্বীকার করে নেন, দলের মধ্যে তীব্রতার অভাব রয়েছে। ফুটবলারদের একহাত নিয়ে ফরাসি হেড কোচ বলে দেন, "দলের মধ্যে তীক্ষ্ণতার অভাব রয়েছে। এটাই দলের বর্তমান অবস্থা। এটা মোটেই লুকোতে পারব না। এটা অদ্ভুত তবে এটাই সত্যি। পিএসজি ম্যানেজার হিসাবে এমনটা বলা উচিত নয়। তবে এটাই প্রকৃত বাস্তব।"
ফ্রেঞ্চ কাপের প্রি কোয়ার্টার ফাইনালে আগের ম্যাচেই হেরে বসেছিল পিএসজি। বুধবার মার্সেইয়ির কাছে হারতে হয় প্যারিসের তারকা খচিত ক্লাবকে। এবার লিগা ওয়ানে ফিরেও হার হজম করল পিএসজি। মোনাকোর কাছে ১-৩ গোলে বিধ্বস্ত হতে হয় প্যারিসের ক্লাবটিকে। চোটের জন্য লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে দুজনেই অনুপস্থিত ছিলেন। দলকে বাঁচানোর দায়িত্বে ছিলেন নেইমার। আক্রমণে নেইমারের সঙ্গে ছিলেন হুগো একতিকে। তবে নেইমার একা দলের হার রুখতে পারেননি।
সামনেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে নামতে হবে পিএসজিকে। তার আগেই দলের এমন হতাশাজনক পারফরম্যান্স চিন্তায় রেখেছে ক্লাব ম্যানেজমেন্টকে। নতুন বছরে এই নিয়ে তৃতীয় হার হজম করল পিএসজি। কিলিয়ান এমবাপে এমনিতেই চোটের কারণে ছিটকে গিয়েছেন। আরও এক সপ্তাহ খেলবেন না তিনি। মেসিরও হালকা চোট রয়েছে। এমন অবস্থায় দলের ত্রাতা হতে ব্যর্থ নেইমার।
Read the full article in ENGLISH