ড্য়ানি আলভেজের কাছে ক্যাপ্টেনসির আর্মব্যান্ড খোয়ানোর পরে আবারও ধাক্কা খেলেন নেইমার। এবার প্র্যাকটিসে চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়লেন ব্রাজিলের সুপারস্টার। আর ১৭ দিন পরেই নেইমারের ঘরের মাঠে কোপা আমেরিকার আসর বসতে চলেছে। আর তার আগে বাঁ-গোড়ালিতে চোট চিন্তায় রাখছে তিতের দলকে।
মঙ্গলবার রিও ডি জেনেইরোর গ্রাঞ্জা কোমারিতে ট্রেনিংয়ের সময়ই চোট পান এনজে টেন। ব্রাজিলের ফুটবল কনফাডেরশেনের পক্ষ থেকে তাঁর চোটের ব্য়াপারে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গিয়েছে যে, নেইমার খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন মেডিক্যাল স্টাফেদের উপস্থিতিতে। দ্য গ্লোবো নিউজপেপার জানিয়েছে যে, নেইমারের স্ক্যান রিপোর্টে সেভাবে কিছু ধরা পড়েনি। তাঁর চোট গুরুতর নয়। কিন্তু এরপরেও কয়েক'টি মেডিক্যাল পরীক্ষা হবে নেইমারের।
আরও পড়ুন: সময়ের আগেই আসছেন তিনি, কিন্তু কেন এই সিদ্ধান্ত মহাতারকার?
কাতার এবং হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেই কোপায় নামবে ব্রাজিল। দলের ফিটনেস কোচ ফাবিও মাহসেরেডজিয়ান জানিয়েছিলেন যে, এই সব ম্যাচে খেলেই নেইমারে একেবারে ফিট হয়ে যাবেন। কারণ চলতি এপ্রিলেই নেইমারের পায়ের পাতার হাড় ভেঙেছিল। চোট সারিয়ে প্যারিস সাঁ জাঁ-র জার্সিতে ফিরে মাত্র চারটি ম্যাচ খেলেই ব্রাজিলের প্রস্তুতি শিবিরে যোগ দেন তিনি।
আগামী ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ফুটবলের মক্কা ব্রাজিলেই কোপা । ৪৬ তম সংস্করণ এবার। সেলেকাওরা ২০১৬ সংস্করণে এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল। তিতের শিষ্য়রা চাইবে নবমবারের জন্য় কোপায় নিজেদের নাম লেখাতে। ১৪ জুন ব্রাজিল বলিভিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে। আর চারদিন পরেই ভেনেজুয়েলার সঙ্গে খেলবে তারা। ২৭ বছরের নেইমার এই নিয়ে জন্মভূমিতে চতুর্থ বড় ফুটবল আসর খেলতে চলেছেন। ২০১৩ সালে কনফেডারেশন কাপ জিতেছিলেন তিনি। ২০১৬ সালে অলিম্পিকেও সোনা আসে নেইমারদের। কিন্তু ২০১৪ বিশ্বকাপে নেইমারের ব্রাজিল সেমিফাইনালে ছিটকে গিয়েছিল ব্রাজিলের কাছে ৭-১ গোলে হেরে।