Advertisment

কলকাতায় খেলছেন মারাদোনার স্নেহধন্য ফুটবলার, চেনেন এই নাইজেরিয়ান গোলমেশিনকে?

ময়দানে উষ্ণতার পারদ চড়াতে শুরু করেছে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ। দেশি-বিদেশি ফুটবলারদের নিয়েই দল সাজানোর প্রক্রিয়ায় রয়েছে ক্লাবগুলি। আর এসবের মাঝেই ভারতীয় ফুটবলের স্বাদ নিতে চলে এসেছেন ডানজুমা অ্যাডেমােলা কুটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Nigerian footballer ademola kuti will play for aryans in kolkata league-

কলকাতায় খেলছেন মারাদোনার স্নেহনধ্য় ফুটবলার, চেনেন এই নাইজেরিয়ান গোলমেশিনকে?

ময়দানে উষ্ণতার পারদ চড়াতে শুরু করেছে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ। দেশি-বিদেশি ফুটবলারদের নিয়েই দল সাজানোর প্রক্রিয়ায় রয়েছে ক্লাবগুলি। আর এসবের মাঝেই ভারতীয় ফুটবলের স্বাদ নিতে চলে এসেছেন ডানজুমা অ্যাডেমােলা কুটি।

Advertisment

বছর একুশের এই নাইজেরিয়ান ফরোয়ার্ড গোলমেশিন বলেই পরিচিত। কিন্ত কুটির বায়োডেটায় এমন একজনের সার্টিফিকেট রয়েছে যে, তাঁর দিকে আলাদা করে নজর রাখতেই হবে। স্বয়ং ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার স্নেহধন্য় কুটি। গতকালই তাঁকে সই করিয়েছিল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশন এ সাইড আরিয়ান্স। আর মঙ্গলবারই তিনি মাঠে নেমে গোল করলেন। এদিন কল্য়াণী স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেমেছিলেন কুটি। যদিও তাঁর দলকে ২-১ হারিয়ে দেয় জর্জ।

publive-image মারাদোনার সঙ্গে কুটি

আরও পড়ুন: কেন ইস্টবেঙ্গলের জার্সির রং লাল-হলুদ?

২০১৭-১৮ মরসুমে সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব ফুজাইরার কোচিং করিয়েছিলেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের নায়ক। তখনই তরুণ কুটিকে মনে ধরে মারাদোনার। এমনকী তাঁকে সিনিয়র দলের সঙ্গেও ট্রেনিং করান তিনি। কুটির আগ্রাসন আর গোল করার দক্ষতায় মুগ্ধ হন মারাদোনা। কুটি  সংযুক্ত আরব আমিরশাহির যুব লিগে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। এখন দেখার মেন্টর মারাদোনার আশীর্বাদ নিয়ে কলকাতায় কী ফুল ফোটান তিনি!

Advertisment