Advertisment

ডোপিং করে চার বছর নির্বাসিত নির্মলা, কাড়া হল এশীয় খেতাব

অ্যাথলিটদের তদন্তকারী সংস্থা অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া একটি টুর্নামেন্টে নির্মলার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
nirmala sheoran

নিষিদ্ধ হলেন নির্মলা শেওরান (জাট উইকি.কম টুইটার)

ভারতীয় অ্যাথলিট জগতে ফের ধাক্কা। ডোপ করে চার বছর নিষিদ্ধ হলেন তারকা স্প্রিন্টার নির্মলা শেওরান। পাশাপাশি এশীয় পর্যায়ের জোড়া খেতাবও কেড়ে নেওয়া হল তাঁর কাছ থেকে। অ্যাথলিটদের তদন্তকারী সংস্থা অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া একটি টুর্নামেন্টে নির্মলার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা পরীক্ষা করেই ড্রস্টানোলন এবং মেটেনোলন-এর মতো দুই নিষিদ্ধ স্টেরয়েডের সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি নির্মলার একাধিকবার রক্ত পরীক্ষাতেও অসঙ্গতি ধরা পড়েছে।

Advertisment

আরও পড়ুন ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার দায়িত্বে এবার নাডা, চুক্তি বোর্ডের সঙ্গে

ডোপিংয়ের ফলাফল পজিটিভ হওয়ার পরেই ২০১৭ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে জেতা দুই পদক কেড়ে নেওয়া হয়েছে তারকা স্প্রিন্টারের কাছ থেকে। সেই সঙ্গে এআইইউ (অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিট)-র তরফে বলা হয়েছে, "নিজের দোষ স্বীকার করে নিয়েছেন নির্মলা। পুনরায় শুনানির জন্য আবেদন করেননি। এবং চূড়ান্ত শাস্তির জন্য প্রস্তুত।"

আরও পড়ুন কাশির সিরাপই কাল হলো পৃথ্বীর, ডোপিংয়ে অভিযুক্ত ওপেনার খেলবেন না কোন কোন ম্যাচে?

চার বছরের নিষিদ্ধ হওয়ার মেয়াদকাল শুরু হচ্ছে ২০১৮ সালের ২৯ জুন থেকে। সেই সঙ্গে ২০১৬ সালের অগাস্ট থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত সমস্ত ফলাফল থেকে বাতিল করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে নির্মলা শেওরান ৪০০ মিটার এবং ৪X৪০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন। নির্মলা শেওরান জোড়া ইভেন্টে নেমেছিলেন ২০১৬ রিও অলিম্পিক্সে যদিও মূলপর্ব যোগ্যতা অর্জন করতে পারেননি।

Read the full article in ENGLISH

Indian Olympic Association
Advertisment