Nitish Kumar Reddy Century: অস্ট্রেলিয়াকে ফালাফালা করে কেরিয়ারের প্ৰথম টেস্ট সেঞ্চুরি নীতিশের! মেলবোর্নে জন্ম নতুন ভারতীয় তারকার

Boxing Day Test: কামিন্স, বোল্যান্ড, স্টার্ক, লিয়নদের সামনে দাপট দেখিয়ে কেরিয়ারের প্ৰথম টেস্ট শতরান করে গেলেন নীতিশ রেড্ডি। তাও আবার চাপের মুখে এল সেঞ্চুরি।

Boxing Day Test: কামিন্স, বোল্যান্ড, স্টার্ক, লিয়নদের সামনে দাপট দেখিয়ে কেরিয়ারের প্ৰথম টেস্ট শতরান করে গেলেন নীতিশ রেড্ডি। তাও আবার চাপের মুখে এল সেঞ্চুরি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Nitish Kumar Reddy maiden century

Nitish Kumar Reddy maiden century: কেরিয়ারের প্ৰথম টেস্ট শতরান নীতিশ রেড্ডির (টুইটার)

Nitish Kumar Reddy Maiden Test Century against Australia: ভারতের উদীয়মান ক্রিকেটার হিসাবে আগেই নজর কেড়েছিলেন। তবে এবার তাতে আন্তর্জাতিক স্বীকৃতি মিলল নীতীশ কুমার রেড্ডির। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করে গেলেন তারকা ব্যাটার। ২১ বছর বয়সি এই তারকা ১৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করে গেলেন শনিবার। যা ভারতের ধসে পড়া ইনিংসকে শেষমেশ সম্মানজনক স্কোরে পৌঁছে দিল।

Advertisment

রেড্ডি যখন ব্যাট করতে এসেছিলেন, তখন ভারতের স্কোর ছিল ১৯১ রানে ৬ উইকেট। এরপরে ওয়াশিংটন সুন্দর-এর সঙ্গে ১২৭ রানের সেরার সেরা পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। যে জুটি আবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পক্ষে অষ্টম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপের নজির গড়ে গেল।

এই পার্টনারশিপের মাধ্যমে ভারত ফলো-অন তো এড়ালই, সেই সঙ্গে ম্যাচেও প্রবলভাবে ফিরে এল। রেড্ডি তার সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়ায় ২১ বছর ২১৬ দিনে সেঞ্চুরি করা তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেন। একমাত্র শচীন তেন্ডুলকর এবং ঋষভ পন্থ তার চেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছেন। এছাড়াও, তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অষ্টম বা তার নিচে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান।

Advertisment

এই সেঞ্চুরির মাধ্যমে রেড্ডি ভারতের হয়ে অস্ট্রেলিয়ায় অষ্টম বা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছেন, যে রেকর্ড আগে অনিল কুম্বলের (৮৭ রান) দখলে ছিল। ভারত গতকাল পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল। তবে তৃতীয় দিন যে এভাবে ওয়াশিংটন সুন্দর-নীতিশ রেড্ডি জুটির সামনে কালঘাম বেরিয়ে যাবে স্টার্কদের, ভাবা যায়নি। গোটা সিরিজ জুড়েই ধারাবাহিক পারফরম্যান্স করে গিয়েছেন নীতিশ।

মেলবোর্নে তাঁর সেঞ্চুরির ঠিক আগেই পরপর সুন্দর এবং বুমরা আউট হয়ে গিয়েছিলেন। শতরান থেকে তিনি তখন মাত্র ১ রান দূরে ছিলেন। তবে কামিন্সের ওভার কোনওরকমে সামলে দেন সিরাজ। টানটান আবহে স্কট বোল্যান্ডের ওভারে বাউন্ডারি হাঁকিয়ে প্ৰথম শতরান পূর্ণ করে ফেলেন তিনি।

Cricket Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Nitish Kumar Reddy Border-Gavaskar Trophy