/indian-express-bangla/media/media_files/2024/12/28/QuhpGB2AhCH2wc0WHU4r.jpg)
Nitish Kumar Reddy: পুত্রের শতরানে আবেগী বাবা (টুইটার)
Nitish Kumar Reddy Maiden Test Century against Australia: এমসিজিতে ছেলে সেঞ্চুরি করতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতীয় ব্যাটার নীতীশকুমার রেড্ডির বাবা। ছেলের সাফল্যে তাঁর চোখ জলে ভরে উঠল। ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট মাঠে তাঁর ছেলের প্রথম টেস্ট সেঞ্চুরি। যা শুধু ভারতের রানকে সম্মানজনক জায়গাতেই নিয়ে যায়নি, টিম ইন্ডিয়ার ফলোঅন এড়ানোও নিশ্চিত করেছে।
চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে শুরু থেকেই ভালো খেলছেন নীতীশ। কিন্তু, শনিবারটা ছিল একদম আলাদা। নীতীশের বাবা নিজে গ্যালারিতে ছিলেন। ১১৫তম ওভারে তাঁর ছেলে দুই অঙ্কের স্কোরের সীমা পেরিয়ে অধরা তিন অঙ্কে প্রবেশ করতেই দেখা যায় যে তিনি পাশে উপস্থিত আরেকজনের সঙ্গে সেই আনন্দ উপভোগ করছেন।
শুধু তাই নয়, নীতীশের বাবার চোখে জল। শনিবার ম্যাচের প্রথম সেশনেই ভারত ২ উইকেট হারায়। এরপরই টিম ইন্ডিয়াকে উদ্ধার করেন নীতীশ ও ওয়াশিংটন সুন্দর। ৮ম উইকেটে দু'জনে ১২৭ রান করেন। সুন্দর ১৬২ বলে ৫০ রান করে বিদায় নেন। সুন্দরের চেয়ে দ্রুত স্ট্রাইক রেটে নীতীশ ব্যাট করেন এবং ১৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
অবশ্য মহম্মদ সিরাজ না থাকলে তিনি সেঞ্চুরি মিস করতেন। জসপ্রীত বুমরাকে প্যাট কামিন্স আউট করার পর ১১৪তম ওভারের শেষ ৩ বল বেশ খেলেন সিরাজ। বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হওয়ার পর অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে কথা বলার সময় নীতীশের বাবা সিরাজের নাম নেন।
Nitish Kumar Reddy hits his maiden Test century and receives a standing ovation from the MCG crowd ❤️ #AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurancepic.twitter.com/Vbqq5C26gz
— cricket.com.au (@cricketcomau) December 28, 2024
নীতীশের বাবা মুত্যলা রেড্ডি বলেন, 'আমাদের পরিবারের জন্য, আজ একটি বিশেষ দিন। আমরা জীবনেও এই দিনকে ভুলতে পারব না। ও ১৪-১৫ বছর বয়স থেকে ভালো খেলছে। এখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। এটা সত্যিই একটা বিশেষ অনুভূতি। আমি খুব টেনশনে ছিলাম। শুধুমাত্র শেষ উইকেট বাকি ছিল, সৌভাগ্যবশত সিরাজ টিকে থাকতে পেরেছে।'
এই ইনিংসে নীতীশ ও সিরাজ এখনও অপরাজিত। নীতীশ ১৭৬ বলে ১০৫ রানে ব্যাট করছেন। বৃষ্টির জন্য নীতীশের সেঞ্চুরির পরই খেলা শীঘ্রই স্থগিত হয়ে যায়। পরে, দিনের মত মুলতুবি হয়ে যায় ম্যাচ। ভারত এই ম্যাচের প্রথম ইনিংসে ১১৬ ওভারে ৯ উইকেটে তুলেছে ৩৫৮ রান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১১৬ রানে পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে ৪র্থ দিনের শুরুতে যতটা সম্ভব রান তোলার লক্ষ্য থাকবে ব্যাটারদের। আর, ৪র্থ দিন খেলার প্রথম ওভারেই একটি উইকেট নেওয়া হতে চলেছে অস্ট্রেলিয়ার লক্ষ্য।