সদ্যই কাশ্মীরে ভয়ানক সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের আর খেলা উচিত নয়। এমনটাই মত দেশের অনেক প্রাক্তন ক্রিকেটারের। এমনকি ভারতের সিনিয়র ক্রিকেটার হরভজন সিং মনে করছেন যে, আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করুক ভারত।
ক্রিকেটের শোপিস ইভেন্টের সূচি অনুযায়ী আগামী ১৬ জুন ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নামবে ভারত-পাকিস্তান। পুলওয়ামার ঘটনার পর কি বিশ্বকাপে ইন্দো-পাক ম্যাচে কোনও প্রভাব পড়বে? এমনটাই প্রশ্ন ছিল আইসিসি-র কাছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বলছে, বিশ্বকাপে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হচ্ছেই।
আরও পড়ুন: ‘বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করুক ভারত’
লন্ডনে ইএসপিএনক্রিকইনফোকে সাক্ষাৎকার দিয়েছেন আইসিসি-র সিইও ডেভ রিচার্ডসন। বিশ্বকাপের ১০০দিন কাউন্টডাউন উপলক্ষ্যে হাজির ছিলেন তিনি। রিচার্ডসন বললেন, "ওই ঘটনায় আমাদের সহানুভূতি রয়েছে। আমরা এখনও দুই বোর্ডের তরফে কোনও চিঠি পাইনি। আমরা বিসিসিআই ও পিসিবি-র সঙ্গেই পরিস্থিতির ওপর নজর রাখছি। কিন্তু বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ না-হওয়ার কোনও ইঙ্গিত নেই। যতদূর জানি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হবে। তবুও আবার বলছি আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।"
বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি একটা বিষয়ে নিশ্চিত যে, ভারত-পাকিস্তান ম্যাচই ক্রিকেট মহাযজ্ঞের সবচেয়ে বড় আকর্ষণ। তিনি বলছেন, "এই ম্যাচ সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট।" দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার এর সঙ্গেই জুড়ে দিয়েছেন, "এই ম্যাচে সমর্থকদের আবেগ অন্য পর্যায়ের। প্রচুর মানুষ টিকিটের জন্য আবেদন করেছেন।"