Hanuma Vihari: দল থেকে বাতিল হওয়ার পর যোগাযোগ রাখেনি কেউ! অভিমানে বিস্ফোরক টিম ইন্ডিয়ার সুপারস্টার

Hanuma Vihari in Team India test squad: তিন বছর আগের ঘটনা। হনুমা বিহারিকে রীতিমতো হিরো বানিয়ে তুলেছিল ফ্যানেরা। কারণ, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তিনি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তাতে, ম্যাচ না জিতলেও ভারত ড্র করে।

Hanuma Vihari in Team India test squad: তিন বছর আগের ঘটনা। হনুমা বিহারিকে রীতিমতো হিরো বানিয়ে তুলেছিল ফ্যানেরা। কারণ, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তিনি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তাতে, ম্যাচ না জিতলেও ভারত ড্র করে।

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

টিম ইন্ডিয়া (টুইটার)

India Test Squad: প্রতিশ্রুতিমান ৩০ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার গত দু'বছর টেস্ট দলে জায়গা পাননি। সেই কারণেই তিনি দুঃখিত এবং হতাশ। কেন তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হল, তার কারণও কেউ জানায়নি বলেই অভিযোগ করেছেন তিনি। ভারত বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। তার মধ্যেই তাঁর বিরুদ্ধে ফের বঞ্চনা করা হল বলে তিনি অভিযোগ করেছেন।

Advertisment
  • গত দু'বছর ভারতীয় দলে জায়গা পাননি।
  • ৩০ বছর বয়সি এই ক্রিকেটার রীতিমতো হতাশ।
  • কীভাবে তাঁর খেলার উন্নতি ঘটাতে হবে, সেই ব্যাপারে দ্রাবিড় পরামর্শ দিয়েছেন।

ঠিক তিন বছর আগের ঘটনা। হনুমা বিহারিকে রীতিমতো হিরো বানিয়ে তুলেছিল ফ্যানেরা। কারণ, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তিনি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তাতে, ম্যাচ না জিতলেও ভারত ড্র করে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ওই ম্যাচটা হয়েছিল ২০২১-২২ সালে। এরপরই গাব্বার ম্যাচ জিতেছিল ভারত।

Advertisment

এরপরও কিন্তু, মাত্র চারটি টেস্ট ম্যাচে দেখা গিয়েছে হনুমা বিহারিকে। সিডনিতে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলেছিলেন হনুমা। গাব্বায় সেকারণে খেলতে পারেননি। এরই কয়েক মাস পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ খেলে। সেখানেও চোটের জন্য খেলতে পারেননি হনুমা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ভারতীয় স্কোয়াডেও ছিলেন হনুমা। ইংল্যান্ডের ভারত সফরেও দলে ছিলেন। কিন্তু, একটাও ম্যাচ খেলতে পারেননি।

পরবর্তীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড থেকে তিনি বাদ পড়েন। বদলে শিকে ছেঁড়ে শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবদের। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতীয় দলে ডাক পান হনুমা। বিরাট কোহলি না-থাকায় জো'বার্গ টেস্ট খেলেন। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানেরা বাদ পড়ায় ভারত সফররত শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে জায়গা পান। ইংল্যান্ডের বিরুদ্ধেও তিন নম্বর পজিশনে নেমে খেলেন। তারপরও বাংলাদেশ সিরিজে দলে ডাক পাননি। তারপর থেকে তিনি কী করে যেন ভারতীয় দলে ব্রাত্য হয়ে গেলেন।

আরও পড়ুন- ভয়ংকর ঘটনা! বন্দুকের মুখে ডাকাতি, সর্বস্বান্ত মুম্বই ইন্ডিয়ান্স তারকা

বিহারির অভিযোগ, তিনি রাহুল দ্রাবিড়ের কাছে জানতে চেয়েছিলেন, কীভাবে নিজের খেলায় উন্নতি করবেন। সেই সময় না দ্রাবিড়, না টিম ম্যানেজমেন্ট, না দলের অধিনায়ক- কেউ এটুকুও তাঁকে জানাননি যে তিনি ভারতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিহারি বলেছেন, 'আমি দুঃখ পেয়েছিলাম। হতাশ হয়েছিলাম। কিন্তু, জীবনে চড়াই-উতরাই থাকেই। তাই আমার এখন লক্ষ্য রঞ্জি ট্রফিতে ভালো রান করা। এটা দলের জন্য, আর নিজের জন্যও করাটা দরকার। এখন আমার লক্ষ্য বড়সড় রান করা আর জাতীয় দলে ফেরা।'

Indian Cricket Team Test cricket Indian Team Cricket News