Advertisment

আইপিএল-সূচিতে করোনাভাইরাসের প্রভাব? উড়িয়ে দিলেন সৌরভ

এবারের আইপিএল শুরু হচ্ছে আগামি ২৯ মার্চ। প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট কি আসন্ন আইপিএল-এর ক্যালেন্ডারে কোনও প্রভাব ফেলতে পারে? জল্পনাটা গত কয়েকদিন ধরে উড়ছিল ক্রিকেটমহলে। যাবতীয় জল্পনায় জল ঢেলে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং জানিয়ে দিলেন, আইপিএল যথাসময়েই অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতে আসন্ন ওয়ান-ডে সিরিজ নিয়েও কোনও সংশয় নেই। আইপিএল-এ করোনাভাইরাসের প্রভাব সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন, "আমরা এ নিয়ে আলোচনাই করিনি। ভারতের ক্রিকেট-ক্যালেন্ডারে কোন প্রভাব পড়ছে না।"

Advertisment

সৌরভের কথাতেই সুর মিলিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রজেশ প্যাটেল একই বিষয়ে মিডিয়াকে বলেছেন, "আইপিএল সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে, বিঘ্ন ঘটার কোন সম্ভাবনা নেই। তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখব।"

প্রসঙ্গত, এবারের আইপিএল শুরু হচ্ছে আগামি ২৯ মার্চ। প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রায় দুই মাস ধরে চলবে টুর্নামেন্ট। ফাইনাল ২৪ মে।

আইপিএল শুরু হওয়ার আগেই ভারতে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ ১২ মার্চ, ধর্মশালায়। পরের দুটো ১৫ মার্চ ও ১৮ মার্চ, যথাক্রমে লক্ষ্মৌ এবং কলকাতায়। বিসিসিআই-এর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সফর নিয়েও কোনও সংশয় নেই।

আন্তর্জাতিক স্পোর্টস ক্যালেন্ডারের বিভিন্ন ইভেন্টে ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে করোনাভাইরাস। এই মারণ-রোগে বিশ্বজুড়ে তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। রোগগ্রস্ত হয়েছেন প্রায় নব্বই হাজার। আসন্ন টোকিও অলিম্পিক্স যথাসময়ে হতে পারবে কিনা সে নিয়েও সংশয় দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের কয়েকটি ঘটনা ভারতেও ঘটেছে। তবে দেশের ক্রিকেট-ক্যালেন্ডারে আপাতত তার কোন প্রভাব পড়ছে না।

Advertisment