বিরাট কোহলি নন, আইসিসি-র বর্ষসেরা একদিনের ক্রিকেটার হলেন রোহিত শর্মা। বুধবারে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করল। সেখানেই বিরাটকে পেরিয়ে টেক্কা রোহিতের। বিরাট কোহলি অবশ্য খালি হাতে ফিরছেন না গতবছরের সেরা স্পিরিট অফ ক্রিকেটার পুরস্কার পাচ্ছেন ক্যাপ্টেন কোহলি। বিশ্বকাপের সময় গ্যালারি থেকে স্টিভ স্মিথকে ব্যঙ্গ করা হচ্ছিল। দর্শকদের চুপ থাকার অনুরোধ করেন কোহলিই। পাশে দাঁড়ান কোহলির। সেই ঘটনার জন্য়ই কোহলিই সম্মানিত।
তবে কোহলি কিংবা রোহিত নন, আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। যা স্যর গ্যারফিল্ড সোবার্সের নামাঙ্কিত। অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কার পেলেন। তুখোড় ফর্মে থাকা তারকা ক্রিকেটার টেস্টে ২০১৯-এ ৫৯টি উইকেট শিকার করেছিলেন।
আরও পড়ুন কোহলিদের সামনেই মোদি-শাহকে গালি ছাত্রদের, তুলকালাম মুম্বই
তবে ছাপিয়ে গিয়েছে রোহিতের কীর্তি। ২০১৯ সালে দুর্ধর্ষ ছন্দে ছিলেন রোহিত শর্মা। ক্রিকেট বিশ্বকাপের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক সংস্করণের টুর্নামেন্টে ৫টি শতরান হাকিয়েছিলেন রোহিত। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। গত বছরের ওয়ান ডে ক্রিকেটে রোহিত মোট ৭টি শতরান হাকিয়েছেন।
Who remembers this gesture from Virat Kohli during #CWC19?
The Indian captain is the winner of the 2019 Spirit of Cricket Award ???? #ICCAwards pic.twitter.com/Z4rVSH8X7x
— ICC (@ICC) 15 January 2020
5️⃣ #CWC19 centuries
7️⃣ ODI centuries in 2019Your 2019 ODI Cricketer of the Year is Rohit Sharma.#ICCAwards pic.twitter.com/JYAxBhJcNn
— ICC (@ICC) 15 January 2020
A World Cup winner and scorer of one of the greatest Test innings of all time, Ben Stokes is the winner of the Sir Garfield Sobers Trophy for the world player of the year.#ICCAwards pic.twitter.com/5stP1fqSAP
— ICC (@ICC) 15 January 2020
5 x Australians
3 x New Zealanders
2 x Indians
1 x EnglishmanThe XI making up the Test Team of the Year ???? #ICCAwards pic.twitter.com/VG8SZoJ8bZ
— ICC (@ICC) 15 January 2020
আরও পড়ুন মাথায় চোট পেয়ে হাসপাতালে পন্থ, দুর্ঘটনা ম্যাচের মাঝেই
আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে বিরাট কোহলি ছাড়া জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকে। অভিষেক করেই গত বছরে টেস্টে নজর কেড়েছেন মায়াঙ্ক। দুই ভারতীয়ের পাশাপাশি বর্ষসেরা টেস্ট দলে দাপট অস্ট্রেলিয়ানদের। ৫জন অস্ট্রেলিয়ান এই একাদশে জায়গা করে নিয়েছেন- মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং নায়ান লিয়ন।
টেস্টে অস্ট্রেলিয়ানরা দাপট দেখালেও একদিনের একাদশে ভারতীয়দের প্রাধান্য় দেওয়া হয়েছে। চার ভারতীয় ক্রিকেটারকে রাখা হয়েছে একদিনের একাদশে- রোহিত শর্মা, বিরাট কোহলি ছাড়াও জায়গা পেয়েছেন মহম্মদ শামি ও কুলদীপ যাদব।
Read the full article in ENGLISH