বিকিনি পরতে অস্বীকার করেছিলেন মহিলা বিচ বল টিম। সেই কারণেই এবার জরিমানার মুখে পড়তে হল। চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটল এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। নরওয়ের মহিলা হ্যান্ডবল টিম সোমবার বিকিনির বদলে শর্টস পরেই খেলতে নামে।
তারপরেই শাস্তির খাড়া নেমে আসে তাদের ওপর। ইউরোপের হ্যান্ডবল ফেডারেশন প্রত্যেক খেলোয়াড়কে ১৫০০ ইউরো জরিমানা করেছে। সংস্থার তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক হ্যান্ডবল সংস্থার বেঁধে দেওয়া নিয়মের বাইরে গিয়ে ভুল পোশাকে খেলতে নেমেছিল নরওয়ের মহিলা হ্যান্ডবল দল।
আরো পড়ুন: শুক্রবারই শুরু অলিম্পিক! রংচংয়ে উদ্বোধনী অনুষ্ঠান ভারতে কখন, কোন চ্যানেলে দেখবেন
কী রয়েছে নিয়মে? আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, পুরুষরা শর্টস পরে নামতে পারবেন। তবে মহিলাদের বিকিনি বটমস পরা বাধ্যতামূলক। সেই বিকিনি আঁটোসাঁটো হতে হবে। এবং পায়ের উর্ধাংশের দিকে বিকিনির কাপড়ের কাটিং থাকবে।
সেই বেঁধে দেওয়া নিয়মে কাপড়ের পরিমাণও উল্লেখ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিকিনির উরুর পাশের প্রস্থ ১০ সেমি বা ৩.৯ ইঞ্চির বেশি যেন না হয়।
ইতিমধ্যেই নরওয়ের হ্যান্ডবল সংস্থা এই বিতর্কে মহিলা খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়েছে। জানিয়ে দিয়েছে, তাঁরা খেলোয়াড়দের হয়ে জরিমানা দিয়ে দেবে। নরওয়ের হ্যান্ডবল সংস্থার প্রধান কারে গেই লিও সংবাদসংস্থা এএফপি-কে জানিয়ে দিয়েছেন, ক্ষতিপূরণের টাকা তাঁরা দিয়ে দেবেন। "তবে নির্ধারিত কাপড়ের অংশের মধ্যেই খেলোয়াড়রা যাতে নিজেদের পছন্দের পোশাক বেছে নিতে পারেন, সেরকম নিয়ম চালু করা উচিত। এথলিটরা কোন পোশাকে বেশি স্বচ্ছন্দ, তা ভেবে দেখা উচিত।"
নরওয়ের হ্যান্ডবল সংস্থার তরফে এই বিতর্কে মহিলা দলের পাশে থাকার বার্তা দিয়ে জানানো হয়েছে, "আমাদের মেয়েদের জন্য আমরা সত্যিই গর্বিত। যারা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মঞ্চে নিজেদের আওয়াজ জোরালো করে বার্তা দিয়েছে, যথেষ্ট হয়েছে! এনএইচএফ তোমাদের পাশে দাঁড়িয়ে সমর্থন করছে। আমরা একসঙ্গে পোশাকের দৈর্ঘ্য নিয়ে এই লড়াই চালিয়ে যাব, যাতে ভবিষ্যতে খেলোয়াড়রা নিজেদের পছন্দসই পোশাকে খেলতে পারে।"
প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরুর আগেই পোশাকের দৈর্ঘ্য নিয়ে ইউরোপীয় ফেডারেশনের কাছে আপত্তি জানিয়েছিল নরওয়ের হ্যান্ডবল এসোসিয়েশন। সেই সময়েও সেই অনুরোধ খারিজ করে জানানো হয়, নিয়ম ভাঙলে জরিমানা দিতে হবে। বেশ কয়েকবছর ধরেই হ্যান্ডবলে স্বল্পদৈর্ঘ্যের পোশাক নিয়ে ক্রীড়ামহলে বিস্তর আলোচনা হয়েছে। এবার কি টনক নড়বে আন্তর্জাতিক হ্যান্ডবল সংস্থার? সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন